হতাহত ৫
নড়াইলে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে হতাহত ৫
নড়াইলের লোহাগড়া উপজেলায় সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নাসির নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। এতে সিএনজিতে থাকা এক নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রবিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি ষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির লোহাগড়ার ইতনা গ্রামের মো. দবির উদ্দিন ছেলে।
আরও পড়ুন: কুমিল্লায় অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় হতাহত ৫
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নড়াইল থেকে লোহাগড়াগামী একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নাসির নিহত হন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
২২১ দিন আগে
কুমিল্লায় অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় হতাহত ৫
কুমিল্লার বুড়িচংয়ে সিএনজিচালিত অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন।
রবিবার (২৭ এপ্রিল) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর সাকুরা স্টিল মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা সরোয়ার বিপ্লব (৫০) নরসিংদীর কামাড়গাঁও গ্রামের মোস্তফা কামালের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা মুরাদনগরগামী রয়েল সুপার এসি বাসটি মহাসড়কের দেবপুর এলাকায় পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।
এ সময় অটোরিকশায় থাকা একটি শিশুসহ পাঁচ যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: জুলাই আন্দোলনে শহীদের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
এদিকে দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয় লোকজন বাসটি আটক ভাঙচুর করে। এ সময় রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘নিহতের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
২২২ দিন আগে