ঢাকা-মাওয়া
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় পথচারী নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের ষোলঘরে বাসের চাপায় ৬৫ বছরের অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে এই ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, ‘অজ্ঞাত পথচারীর লাশটি উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: ঝালকাঠিতে বজ্রপাতে গৃহবধূ নিহত
হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘মিজান পরিরহনের একটি বাস পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘মিজান পরিবহনের বাসটি আটক করা হয়েছে, তবে এর চালক পলাতক। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।’
২২০ দিন আগে