পাওয়ার টিলা
নড়াইলে পাওয়ার টিলার চাপায় শিশু শিক্ষার্থী নিহত
নড়াইলে পাওয়ার টিলার চাপায় হোসাইন (১০) নামের তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (৩ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার শুভারঘোপ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হুসাইন শুভারঘোপ গ্রামের রমজান শেখের ছেলে। সে শুভারঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।
প্রতক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে শিশুটি স্কুল সংলগ্ন একটি দোকানের সামনে দাড়িয়ে কিছু কেনা-কাটা করছিল। এ সময় হঠাৎ একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে।
আরও পড়ুন: সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
২১৭ দিন আগে