মাদরাসার শিক্ষার্থী নিখোঁজ
মাদারীপুরে নদে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজ
মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে মাদরাসার শিক্ষার্থী এক কিশোরী নিখোঁজ হয়েছে।
শনিবার (৩ মে) দুপুর ২টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ জান্নাত আরা (১৪) ওই এলাকার রনি ফকিরের মেয়ে। স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী সে।
আরও পড়ুন: ঝিকরগাছায় পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু
স্থানীয়রা জানান, দুপুরে বান্ধবীদের সঙ্গে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে জান্নাত। গোসল শেষে সবাই পাড়ে উঠলেও স্রোতের পানিতে তলিয়ে যায় সে। এ সময় বান্ধবীদের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করলেও এখন নিখোঁজ রয়েছে মেয়েটি।
শিবচর ফায়ার সার্ভিসের পরিদর্শক তপন কুমার ঘোষ জানান, মেয়েটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
২১৫ দিন আগে