লন্ডন ছেড়েছেন খালেদা জিয়া
ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন খালেদা জিয়া
লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্থানীয় সময় সোমবার(৫ মে) রাতে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রাত ৯টা ৩৫ মিনিটে উড্ডয়ন করে।’
ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১টা ২৫ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এবং এক ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে বের হয়ে প্রায় ৪০ মিনিটের মধ্যে বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।
তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে তার মাকে হিথ্রো বিমানবন্দরে নিয়ে যান এবং বিদায় জানান।
খালেদা জিয়া বিমানবন্দরে যাওয়ার সময় তারেক রহমানের পাশের সিটে এবং জোবাইদা রহমান ও তার মেয়ে গাড়ির পেছনের সিটে বসেছিলেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তারেকের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, তিনি খুশির সঙ্গে তার মাকে বিদায় জানাতে এবং বিমানবন্দরে অন্য সফরসঙ্গীদের 'আল্লাহ হাফেজ' বলছেন।
আরও পড়ুন: দেশে ফিরছেন খালেদা জিয়া, বিদায় জানাতে হিথ্রোতে নেতাকর্মীদের ভিড়
২১৩ দিন আগে