ঐক্যমত্য কমিশন
রাষ্ট্র সংস্কার: রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে ঐক্যমত্য কমিশন
রাষ্ট্র সংস্কার বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের আলোচনায় গৃহীত প্রস্তাবগুলো কার্যকরের উপায় অনুসন্ধানে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন (এনসিসি)।
রবিবার (৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বৈঠকে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আলোচনা থেকে গৃহীত ঐক্যমত্যর বিষয়সমূহ পর্যালোচনা করা হয়েছে। কমিশন পর্যায়ক্রমে এসব প্রস্তাবনা বা সুপারিশ বিশেষজ্ঞদের সঙ্গে এবং পরে রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করবে।’
সংস্কার সংলাপের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল রাষ্ট্রপতি নির্বাচন।
অধিকাংশ রাজনৈতিক দল ও জোট ইতোমধ্যেই ঐক্যমত্য কমিশন কর্তৃক প্রেরিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ খসড়া সম্পর্কে মতামত দিয়েছে।
যারা এখনো মতামত দেয়নি, তাদের দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার আহ্বান জানানো হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের রোডম্যাপ প্রস্তুতির জন্য সব দলকে আলোচনায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে এই আলোচনা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় রূপে হতে পারে।
পড়ুন: এনসিপি: ‘মেরুদণ্ডহীন’ ইসি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় না ফিরলে নির্বাচন বয়কট
কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বাদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এনসিসি জুলাই মাসে প্রায় ৩০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দ্বিতীয় রাউন্ডের সংলাপ সম্পন্ন করেছে।
২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে গঠিত এই কমিশন গুরুত্বপূর্ণ রাষ্ট্র সংস্কার নিয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় অবস্থান গড়ে তোলার দায়িত্ব পেয়েছে।
চলতি বছরের ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্রথম ধাপের আলোচনা অনুষ্ঠিত হয়।
১২৩ দিন আগে
দ্বিতীয় দফায় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক
দ্বিতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার ( ৬ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেয়।
এর আগে গত ১৯ এপ্রিল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম দফায় বৈঠক করে এনসিপি। সে সময় রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কারের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আরও পড়ুন: ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব রাস্তা বন্ধে এনসিপি অঙ্গীকারাবদ্ধ: নাহিদ
তার আগে, গত ২৪ মার্চ জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে পাঠানো ১৬৬টি সুপারিশে ওপর মতামত দেয় এনসিপি। যার মধ্যে ১১৩টিতে দলটি একমত হয়েছে বলে জানান এই নেতা। বাকি ২৯টিতে আংশিক দ্বিমত রয়েছে বলেও জানান তিনি।
সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে ২৫ টি রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন।
সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয়।
২১৩ দিন আগে