নিহত ১, আহত ১৩
গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংর্ঘষে নিহত ১, আহত ১৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংর্ঘষে আব্দুল মজিদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।
বুধবার (১৪ মে) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের মৃত কছিল উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, পলুপাড়া গ্রামের আমিরুলের সঙ্গে এক বিঘা জমি নিয়ে মজিদের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। আজ (বুধবার) দুপুরে আমিরুল, পল্লব, জুনায়েদসহ আরও কয়েকজন মজিদের জমির ধান কাটতে গেলে তিনি ধান কাটতে বাধা দেন। এ সময় দুপক্ষের মধ্যে সংর্ঘষ হলে আব্দুল মজিদসহ ১৩ জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মজিদকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কালবৈশাখীতে গাছের ডাল পড়ে র্যাব সদস্য নিহত
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। প্রায় এক বিঘা জমির ধান কাটা নিয়ে এই দ্বন্দ্ব। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।’
২০৫ দিন আগে