বাবা-ছেলের মৃত্যু
চুয়াডাঙ্গায় চাচাতো ভাইয়ের কোপে বাবা-ছেলের মৃত্যু
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোপে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলোকদিয়া-ভালাইরপুর চুলকানিপাড়ায় তুফানের চাতালের অদূরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আলোকদিয়া বাজারপাড়ার বাসিন্দা তৈয়ব আলী (৪৫) ও তার ছেলে মিরাজ (১৬)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ভিক্ষুকের ঘরে চুরি
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তৈয়ব আলীর সঙ্গে তার চাচাতো ভাই রাজুর বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে এ বিরোধের জের ধরে রাজু ও তার মামাতো ভাই বাবু ধারালো অস্ত্র দিয়ে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই মিরাজ নিহত হয়।
গুরুতর আহত তৈয়ব আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও অবনতি হলে পুনরায় সদর হাসপাতালে আনা হয়। সেখানে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু ও বাবুকে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্ত রাজু ও বাবুকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
১০১ দিন আগে
কুমারখালীতে পাট জাগ দিতে গিয়ে ডুবে বাবা-ছেলের মৃত্যু
বাড়ির উঠানে কাঠের চৌকি। তার উপরে লাল চাঁদরে ঢাকা রয়েছে সরকারি চাকুরিজীবী জাহিদুল ইসলাম ( ৪৫) ও তার ছেলে জিহাদের (৯) লাশ। সেখানে আহাজারি করছেন শোকে মাতম শিলু খাতুন। তাদের ঘিরে রয়েছেন উৎসুক জনতা ও স্বজনরা। তারা শিলুকে শান্ত্বনা দিচ্ছেন।
মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামের স্কুলপাড়ায় সরেজমিন গিয়ে এমন হৃদয়বেদারক দৃশ্য চোখে পড়ে। এর আগে বিকাল ৪টার দিকে মরা কালিগঙ্গা নদী থেকে জাহিদুল ও জিহাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।
জাহিদুল ওই এলাকার রফি মণ্ডলের ছেলে ও কুষ্টিয়া পল্লী ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কার্যালয়ের কর্মচারী এবং তার ছেলে জিহাদ জংগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাহিদুল সরকারি চাকুরির পাশাপাশি চাষাবাদ করেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ছেলে জিহাদকে নিয়ে বাড়ির পাশের মরা কালিগঙ্গা নদীতে পাট জাগ দিতে গিয়েছিলেন জাহিদুল। পাট জাগ দেওয়া শেষে দুপুর আড়াইটার দিকে ছেলেকে কাঁধে নিয়ে নদীর মাঝ থেকে তীরে ফিরছিলেন। হঠাৎ জাহিদুল পানিতে ডুবে যায়। এরপর ছেলে জিহাদ তাকে উদ্ধার করতে গিয়ে সেও ডুবে যায়। বিষয়টি নদীর তীরে থাকা স্থানীয় ফয়জুল হক (৬৫) টের পেয়ে স্থানীয়দের খবর দেন।
পড়ুন: দিনাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, রাবার ড্যামে কিশোর নিখোঁজ
পরে এলাকাবাসী প্রায় দেড়ঘণ্টা নদীতে খোঁজাখুঁজি করে প্রথমে ছেলে জিহাদ এবং পরে একই স্থান থেকে তার বাবা জাহিদুলের লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ফয়জুল হক বলেন, পাট জাগ দেওয়া শেষে জাহিদুল তার ছেলেকে কাঁধে নিয়ে ফিরছিল। হঠাৎ প্রথমে বাবা এবং পরে ছেলে পানিতে ডুবে যায়। ডুবতে দেখে দ্রুত স্থানীয়দের খবর দিই।
নিহত জাহিদুল ইসলামের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, বাড়িতে খাচ্ছিলাম। খবর পেয়ে দ্রুত নদীতে গিয়ে দেখি শত শত মানুষ। সবাই উদ্ধারের চেষ্টা করছে। পরে ৪টার দিকে বাপ বেটার লাশ পাওয়া যায়। তার ভাষ্য, পাট জাগ দেওয়ার জন্য জাহিদুল ছুটিতে ছিল আজ। বাপ বেটা দুজনেই সাঁতার জানত।
নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে বলে জানিয়েছেন চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলাম তুষার।
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বিশ্বাস বলেন, নদীতে পাট জাগ দিতে গিয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা পৌঁছানোর আগেই গ্রামবাসী লাশ উদ্ধার করেছে।
কুমারখালী থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন খাঁন বলেন, পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে বাবা ও ছেলের মৃত্যুর খবর প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
১৩৬ দিন আগে
রংপুরে বাস-ট্রাকের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, আহত ২৮
রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন।
আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে সিএনজি-ট্রাকের সংঘর্ষে নিহত ২
শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জের বিশমাইলে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, হাতীবান্ধা উপজেলার কমলসিন্দুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেন (৩৬) ও তার আড়াই বছর বয়সি শিশু ইশরাত।
বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, মহাসড়কের বিশমাইলে ঢাকাগামী অপু ক্লাসিক পরিবহনের সঙ্গে রংপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের নিহত হন।
তিনি আরও বলেন, পুলিশ ও স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। দুর্ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: ভারতে দোতলা বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৮
দিনাজপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত
৪৯৬ দিন আগে
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় জেলার সদরের মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের মঠের বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাবা মহাদেব পাল (৬০) ও ছেলে মিঠুন পাল (২৮) মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট গ্রামের পালপাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: মাদারীপুরে দুই নারীর ‘রহস্যজনক’ মৃত্যু
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর থেকে বাবা ও ছেলে মিশুক গাড়ি যোগে টেকেরহাটের উদ্দেশ্য রওনা হয়ে মঠের বাজার নামক স্থানে যাওয়া মাত্র অপর দিক থেকে আল্লাহর দান কার্গোর একটি কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দু’টি উদ্ধার করে।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে আমরা লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি এবং কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
৭৬৫ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিদুৎস্পৃষ্টে বাবা-ছেলে মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি নামক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার খালেক মিয়ার ছেলে গোলাম মাওলা (৩৫) ও তার ৭ বছরের শিশু সন্তান জুবায়ের। এই ঘটনায় গুরুতর আহত গোলাম মাওলার স্ত্রী শামসুন্নাহারকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁঞা জানান, গোলাম মাওলা শ্রমিক হিসেবে কাজ করে। নিজের জমানো টাকা দিয়ে সম্প্রতি একটি ফ্রিজ কেনার প্রস্তুতি নিচ্ছিলেন। এই কারণে সকালে ঘরের অন্যান্য মালামাল সরিয়ে জায়গা খালি করছিলেন। ঘরের একটি স্টিলের আলমারিতে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে ছিল তাদের অজান্তে। আলমারিটি স্থানান্তরিত করতে গেলে গোলাম মাওলা ও তার শিশু সন্তান জুবায়ের বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ওসি জানান, এসময় তার স্ত্রী শামসুন্নাহার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নিজের পাতা ফাঁদেই বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল বকুলের
আরও পড়ুন: মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
১৬২৯ দিন আগে
ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে বরিশালে বাবা-ছেলের মৃত্যু
বরিশালের হিজলা উপজেলায় ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে বিদ্যৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে হিজলা উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্রীপুর গ্রামের শামসুল হক হাওলাদারের ছেলে মো. কাশেম হাওলাদার (৫৫) ও কাশেম হাওলাদারের ছেলে মুকতার হাওলাদার (৩০)।
এসময় তাদের উদ্ধার করতে গিয়ে কাশেম হাওলাদারের অপর ছেলে মনির হোসেনও গুরুতর আহত হয়।
আরও পড়ুন: পাবনায় থানা চত্বরে বিদ্যুৎস্পৃষ্টে এসআই এর মৃত্যু
মৃতদের স্বজন ও স্থানীয়রা জানান, ছাগল ঘাস খাওয়ানোর জন্য কাশেম হাওলাদার বাড়ির পাশের মাঠে যান। ছাগলটি মাঠ থেকে টিভিসি নামক পাশের এক ইটভাটার কাছাকাছি চলে যায়। ছাগল সেখান থেকে সরাতে গিয়ে হাতের সাথে বিদ্যুতের লাইনের তারের স্পর্শ হলে তিনি বিদ্যুতায়িত হন। বিষয়টি কাশেমের ছেলে মুকতার হাওলাদার দেখতে পান এবং বাবাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।আর তাদের উদ্ধার করতে গিয়ে মনির হোসেনও গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাশেম ও মুকতারকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে গেছে ৫ শ্রমিক
স্থানীয়দের অভিযোগ, ওই বৈদ্যুতিক তার দিয়ে অবৈধভাবে সংযোগ (সাইড লাইন) এনে বিদ্যুত ব্যবহার করতো ইটভাটার লোকজন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে, তিনি নিজেও যাচ্ছেন। বাবা ও ছেলে কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলেন সে বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
১৬৫৩ দিন আগে
বগুড়ায় পানিতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু
বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে শুক্রবার বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৯২৫ দিন আগে
ছেলের মৃত্যুর ৯ দিন পর শ্বাসকষ্ট, জ্বর, কাশিতে বাবার মৃত্যু
চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরি গ্রামে ছেলের মৃত্যুর ৯ দিন পরে শ্বাসকষ্ট, জ্বর, কাশি নিয়ে বৃদ্ধ বাবারও মৃত্যু হয়েছে।
২০১৬ দিন আগে
১২ ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরায় বাবা-ছেলের মৃত্যু
সাতক্ষীরার তালা উপজেলার সেনপুর গ্রামে ১২ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
২১০৮ দিন আগে