হাত-পা বাঁধা প্রতিবন্ধী
টঙ্গীতে হাত-পা বাঁধা প্রতিবন্ধী সরকারি কর্মচারীর লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে সমাজকল্যাণ অধিদপ্তরের এক তৃতীয় শ্রেণির কর্মচারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) ভোরে টঙ্গী পূর্ব থানার গাজী বাড়ি পুকুরপাড় এলাকার একটি ভবনের তৃতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত লিখন আক্তার (২৫) শ্রবণ ও বাক প্রতিবন্ধী ছিলেন। তিনি কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম লিখন আক্তার ওই ভবনের ভাড়াটিয়া হিসেবে একা বসবাস করতেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় পায়, যা বাইরে থেকে বন্ধ করা ছিল।
আরও পড়ুন: পালানোর সময় বেনাপোল থেকে গ্রেপ্তার যুবলীগের কেন্দ্রীয় নেতা
টঙ্গী পূর্ব থানার এসআই আবুল হোসেন লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
পুলিশের প্রাথমিক ধারণা, লিখন আক্তারকে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তার শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ঘটনার বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম (ওসি) বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আমরা বিভিন্ন ক্লু সংগ্রহ করছি। দ্রুতই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
২০০ দিন আগে