সেঁজুতি কারাগারে
সাতক্ষীরার সাবেক এমপি সেঁজুতি কারাগারে
সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (১৯ মে) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: নগর ভবন আটকে ইশরাক সমর্থকদের ব্লকেড কর্মসূচি
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ‘সাতক্ষীরা সদর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে মামলাটি করে। আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
মঙ্গলবার (২০ মে) আসামির পক্ষে জামিন শুনানি হয়নি। পুলিশের পক্ষ থেকেও রিমান্ডের আবেদন করা হয়নি। সেঁজুতিকে কারাগারে নেওয়ার সময় বিক্ষোভ করেন শ্রমিক দলের নেতাকর্মীরা।
১৯৯ দিন আগে