বাণিজ্য আলোচনা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু: মার্ক কার্নি
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর করারোপের পরিকল্পনা প্রত্যাখ্যান করায় দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। রবিবার (২৯ জুন) এক বিবৃতিতে তিনি এমন তথ্য জানিয়েছেন।
এরআগে শুক্রবার কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর কানাডীয় শুল্কারোপের পরিকল্পনাকে ‘যুক্তরাষ্ট্রের ওপর সরাসরি ও প্রকাশ্য আক্রমণ হিসেবে অভিহিত করেন তিনি।
পরে একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির প্রত্যাশায় দ্য ডিজিটাল সার্ভস ট্যাক্স বা ডিজিটাল সেবা কর নামের ওই করারোপের পরিকল্পনা বাতিল করার কথা জানায় কানাডা। সোমবার থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল।
মার্ক কার্নির কার্যালয় জানিয়েছে, কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করতে রাজি হয়েছেন ট্রাম্প।
এক বিবৃতিতে কার্নি বলেন, ‘আজকের ঘোষণার কারণে আগামী ২১ জুলাই সামনে রেখে আলোচনা শুরু সহজতর হবে। চলতি মাসে কানানাস্কিতে জি৭ নেতাদের সম্মেলনে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।’আরও পড়ুন: কানাডার নির্বাচনে জয় পেল প্রধানমন্ত্রী মার্ক কার্নির লিবারেল পার্টি
গেল মে মাসে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন কার্নি। সেখানে তাকে বিনয়ী দেখালেও দৃঢ় ছিলেন। এদিকে আলবার্টায় জি৭ সম্মেলনে কানাডা সফর করেন ট্রাম্প। সেখানে মার্ক কার্নি বলেন, বাণিজ্য আলোচনার জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারণ করেছে কানাডা-যুক্তরাষ্ট্র।
ডিজিটাল সেবা করের আওতায় অ্যামাজন, গুগল, মেটা, উবার এবং এয়ারবিএনবিসহ বিভিন্ন কোম্পানির কানাডীয় ব্যবহারকারীদের কাছ থেকে অর্জিত আয়ের ওপর ৩ শতাংশ হারে কর বসানোর কথা ছিল।
১৫৮ দিন আগে
ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য আলোচনা স্থগিত
গাজায় চলমান সহিংসতা বন্ধে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনে ইসরায়েলি সেটেলারদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে এক দিনেরও কম সময়ের মধ্যে গাজায় চলমান ইসরায়েলের নতুন সামরিক অভিযান বন্ধ করা না হলে আরও ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য।
মঙ্গলবার (২০ মে) যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসে এই ঘোষণা দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।
তিনি বলেন, ‘গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল যেসব কর্মকাণ্ড চালাচ্ছে, সেগুলো গুরুতর ও অগ্রহণযোগ্য। এ পরিস্থিতিতে তাদের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়ার আলোচনার কোনো সুযোগ নেই।’
এর আগে, গাজায় মানবিক সহায়তা প্রবেশে প্রায় তিন মাস ধরে চলা অবরোধের কারণে দুর্ভিক্ষের শঙ্কা তৈরি হলে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্য। সোমবার (১৯ মে) সীমিত পরিসরে শিশুখাদ্যসহ জরুরি পণ্য গাজায় প্রবেশ করতে দেয় ইসরায়েল। এক যৌথ বিবৃতিতে ওই সহায়তাকে ‘একদম অপ্রতুল’ বলে সমালোচনা করে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা।
সম্প্রতি জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গাজায় দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের হুঁশিয়ারি দিলে মিত্রদেশগুলো থেকে ইসরায়েলের ওপর চাপ আসতে শুরু করে। এমনকি তাদের পরম মিত্র যুক্তরাষ্ট্রও গাজায় খাদ্যসংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
আরও পড়ুন: টানা তিনমাস পর গাজায় প্রবেশ করল মানবিক সহায়তা
ইসরায়েলের এ ধরনের কার্যকলাপের সমালোচনা করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এভাবে ত্রাণ আটকে রাখা, যুদ্ধ ছড়িয়ে দেওয়া, বন্ধু ও অংশীদারদের উদ্বেগ অগ্রাহ্য করা অমার্জনীয়। এই ধরনের কার্যকলাপ বন্ধ হতেই হবে।’ ইতিহাস ইসরায়েলের বিচার করবে বলেও মন্তব্য করেন তিনি।
পাশাপাশি ইসরায়েলের রাষ্ট্রদূত সিপি হোতোভেলিকেও তলব করে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়। সে সময় গাজায় ১১ সপ্তাহ ধরে চলা ত্রাণ অবরোধকে ‘নিষ্ঠুর ও ক্ষমার অযোগ্য’ বলে নিন্দা জানান যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকোনার।
অন্যদিকে, গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য সম্পর্ক নিয়ন্ত্রণকারী চুক্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাইয়া কাল্লাস।
তিনি বলেন, ‘ইইউয়ের বেশিরভাগ দেশই গাজার জনগণের এই কষ্ট আর দেখতে চায় না।’ অবশ্য এ বিষয়টি নিয়ে সুস্পষ্ট করে কিছু বলেননি তিনি।
এদিকে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি জানান, তিন ব্যক্তি, দুটি অবৈধ বসতি ও দুটি সহিংসতা-সমর্থনকারী সংগঠনের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাজ্য। এ ছাড়া, এই অবৈধ বসতিগুলো ইসরায়েল সরকারের সরাসরি সমর্থনেই পশ্চিম তীরে ছড়িয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই গাজা, ইয়েমেনে ইসরায়েলের হামলা জোরাদার
তবে এই নিষেধাজ্ঞাকে ‘অযৌক্তিক ও দুঃখজনক’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টাইন। তার দাবি, ‘যুক্তরাজ্য এসব বাহানা দিচ্ছে, আসলে তারা মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চাচ্ছিল না।’
ব্রিটিশ পার্লামেন্টে প্রতিক্রিয়া ও স্টারমারের অবস্থান
হাউস অব কমনসে ডেভিড ল্যামির বক্তব্যকে অনেকেই স্বাগত জানিয়েছেন। পাশাপাশি ইসরায়েলের ওপর আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন অনেকে। এর মধ্যে রয়েছে— ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবের মতো বিষয়।
তাছাড়া, ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করার দাবি জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন সদস্য। তবে ল্যামি একে ‘চরমপন্থা’ ও ‘দানবীয়’ বলে আখ্যা দিয়েছেন।
অবশ্য ইসরায়েলের বিরুদ্ধে নেওয়া যুক্তরাজ্যের এই পদক্ষেপকে হামাসের প্রতি পক্ষপাত বলেও সমালোচনা করেছেন কয়েকজন সংসদ সদস্য। তার জবাবে ল্যামি বলেন, যারা যুদ্ধ হাজার হাজার শিশুকে হত্যা করেছে, তাদের বিরোধিতা করা মানে হামাসকে পুরস্কৃত করা নয়।’
এদিকে, গাজায় শিশুদের দুর্ভোগকে ‘সম্পূর্ণরূপে অসহনীয়’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পাশাপাশি যুদ্ধবিরতির আহ্বানও পুনর্ব্যক্ত করেন তিনি।
স্টারমার বলেন, ‘আমি প্রকাশ্যে বলতে চাই, আমরা ইসরায়েলের এই সহিংসতা বৃদ্ধিতে আতঙ্কিত।’
সোমবার গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনা ও পশ্চিম তীরের কর্মকাণ্ডের বিরুদ্ধে যৌথ বিবৃতি দেন কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ইসরায়েলের এমন পদক্ষেপের জন্য নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। পাশাপাশি গাজা উপত্যকায় নির্মম হামলা বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: গাজায় রাতভর ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮২
এ বিবৃতির নিন্দা জানিয়ে একে ‘৭ অক্টোবর ইসরায়েলের ওপর গণহত্যামূলক হামলার জন্য এক বিশাল পুরস্কার’ বলে তিরস্কার করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তবে স্টারমার বলেন, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করার একমাত্র উপায় হলো যুদ্ধবিরতি।
তার ভাষ্যে, ‘গাজায় মানবিক সহায়তা প্রবাহ বাড়াতে হবে, কারণ ইসরায়েল যে পরিমাণ ত্রাণ ঢুকতে দিচ্ছে তা একেবারেই অপর্যাপ্ত। এই যুদ্ধ অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়েছে। আমরা গাজার মানুষদের না খেয়ে মারা যেতে দিতে পারি না।’
ইসরায়েল যে সীমিত ত্রাণ গাজায় প্রবেশ করতে দিয়েছে, তাকে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত প্রায় ২০ লাখ গাজাবাসীর জন্য ‘জলাশয়ে একটি বিন্দুর মতো’ বলে অভিহিত করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার।
ফ্রান্স-ইসরায়েল সম্পর্কের টানাপোড়েন
এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনকে ঘিরে ফ্রান্স-ইসরায়েল সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। গত বছরের অক্টোবর মাসে এক রেডিও সাক্ষাৎকারে গাজায় ব্যবহারের জন্য অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। তাছাড়া, ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করে ফ্রান্স। এ নিয়ে দুই দেশের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। এ আহ্বানের কড়া সমালোচনা করেন নেতানিয়াহু।
সম্প্রতি, গাজায় খাদ্যসংকটকে কেন্দ্র করে আবারও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স।
১৯৮ দিন আগে