পুলিশ হত্যা
খুলনায় পুলিশ হত্যার ঘটনায় মামলা, আসামি ১২০০
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশ কনস্টেবল সুমন ঘরামীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
এতে অজ্ঞাতপরিচয় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে পুলিশ ও বক্স ও আমর্ড ব্যাটালিয়নের গাড়ি ভাঙচুর, আহত ৪
শুক্রবার (২ অগস্ট) রাতে লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা সাকলাইন বাদী হয়ে মামলাটি করেন।
সুমন ঘরামী খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী এবং বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাসিন্দা ছিলেন। নগরীর বয়রা এলাকায় স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘এ মামলায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।’
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের পিটুনিতে নিহত হন সুমন ঘরামী।
আরও পড়ুন: এক দফা দাবি: আন্দোলনকারীরা এখন শাহবাগে
রাজশাহীতে পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর, পুলিশসহ আহত ২
৫৩৪ দিন আগে
গাইবান্ধায় ৪ পুলিশকে হত্যা: ৭ বছরেও শুরু হয়নি বিচার প্রক্রিয়া
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ আজকের এই দিনে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদির ফাঁসির রায়কে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জে চার পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হয়। এ ঘটনার দীর্ঘ সাত বছর পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি বিচার প্রক্রিয়া।
২১৫৩ দিন আগে