নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র
দুই দিনের রিমান্ডে সাবেক মেয়র আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রবিবার (২৫ মে) বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সেলিনা হায়াৎ আইভীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে ওঠানো হলে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: রাতভর পুলিশি অভিযানের পর সাবেক নাসিক মেয়র আইভী গ্রেপ্তার
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা মিনারুল হত্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকা থেকে মিনারুল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
পরে জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালত আইভীকে কারাগারে পাঠান। আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় মোট ৬টি মামলা রয়েছে।
১৯৪ দিন আগে