ট্রাক খাদে
ডুমুরিয়ায় বাসের ধাক্কায় ট্রাক খাদে, চালকের মৃত্যু
খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে আজহারুল (১৮) নামে এক তরুণ চালক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় ডুমুরিয়া থানার ঝিলেরডাঙ্গা নিঝুমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজহারুল ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা গ্রামের মুসলমানপাড়া এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম জানান, সকালে ট্রাকে ইট বোঝাই করে আজহারুল নগরীর জিরো পয়েন্টের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ট্রাকটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান ওসি
১৯৩ দিন আগে