মাটিরাঙ্গা সীমান্ত
মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯ জনকে পুশইন করল বিএসএফ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আচালং সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে সাতজন পুরুষ, সাতজন নারী ও পাঁচজন শিশু রয়েছেন।
সোমবার (২৬ মে) ভোরে ফেনী নদী পেরিয়ে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ। বর্তমানে তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে আচালং ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছেন।
আরও পড়ুন: সাম্য হত্যা: ঢাবির তদন্ত কমিটির প্রতিবেদন জমা
জানা গেছে, কাজের খোঁজে তারা ভারতের হরিয়ানায় গিয়েছিলেন। সেখান থেকে তাদের আটক করে বিমানে আগরতলায় আনা হয়। পরে দক্ষিণ ত্রিপুরার গুলোমনিপাড়ায় নিয়ে যাওয়া হয় এবং সোমবার ভোররাতে জোরপূর্বক বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়।
১৯২ দিন আগে