ছেলের শাবলের আঘাত
নরসিংদীতে ছেলের শাবলের আঘাতে বাবা নিহত
নরসিংদীর রায়পুরায় ছেলের শাবলের আঘাতে কবির মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত কবির মিয়া ওই এলাকার ফজলু মিয়ার ছেলে। অভিযুক্ত ছেলে মনির হোসেন (২৮) ঘটনাস্থল থেকেই আটক হন।
আরও পড়ুন: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার
স্থানীয়রা জানান, হঠাৎ শাবল দিয়ে বাবাকে আঘাত করেন মনির। গুরুতর আহত কবির দৌড়ে পাশের একটি জমিতে পালাতে গেলে পেছন থেকে ফের আঘাত করে তাকে রক্তাক্ত করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় প্রতিবেশীরা ভয়ে বাধা দিতে সাহস পাননি। পরে এলাকাবাসী মিলে মনিরকে আটক করে পুলিশে খবর দেয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’
১৯২ দিন আগে