কালীমন্দিরে আগুন
মানিকগঞ্জে কালীমন্দিরে আগুন, খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস
মানিকগঞ্জে একটি কালীমন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় মন্দিরের কয়েকটি প্রতিমা ও ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার (২৭ মে) ভোর রাতে উপজেলার সদরপুর ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে— সে বিষয়ে খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, সদর উপজেলার সদরপুর ঘোনা এলাকার কালীমন্দিরে আজ (বুধবার) ভোরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
সরজমিনে দেখা গেছে, আগুনে বিভিন্ন প্রতিমা পুড়ে গেছে। মন্দিরের ভেতরে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেছেন। ঘটনা তদন্তে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।
স্থানীয়রা জানান, আজ (বুধবার) ভোরে আধাপাকা ঘরে কালীমন্দিরে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সকাল ১০টার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে মন্দিরে বেশ কয়েকটি প্রতিমা ও মন্দিরের ঘর পুড়ে যায়।
আরও পড়ুন: চাঁদপুরে আগুনে ১০ লাখ টাকার মালামাল ছাই, আহত ১০
১৯১ দিন আগে