তিনজন নিহত, দুইজন আহত
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ তিনজন নিহত, দুইজন আহত
দিনাজপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (২৮ মে) এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পার্বতীপুর উপজেলার জগন্নাথপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৫) এবং একই উপজেলার রাজনগর গ্রামের সুশান্ত দাসের ছেলে সুজিত চন্দ্র দাস (২৪)। অপর নিহত স্কুলছাত্রী মোহনা আক্তার শাম্মী (১৪) বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মিজানুর রহমানের কন্যা।
জানা গেছে, পার্বতীপুরে ট্রাক চাপায় সুজিত ও রবিউল নিহত হন এবং বিরল উপজেলায় ট্রাক্টর চাপায় মোহনা আক্তার শাম্মী মারা যান। আহত হয়েছেন আরও দুইজন।
আরও পড়ুন: লঘুচাপের প্রভাবে উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মামুন জানান, কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সুজিত ও রবিউল নিহত হন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, “দুর্ঘটনায় আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মোহনা আক্তার শাম্মীকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান, আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৯১ দিন আগে