মহেশখালী-মাতারবাড়ী
মহেশখালী-মাতারবাড়ী উন্নয়ন জোরদারে জাইকার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত উন্নয়ন উদ্যোগ (এমআইডিআই) বাস্তবায়নে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি জানান, এই অঞ্চলে গভীর সমুদ্রবন্দর, মহাসড়ক ও রেলপথ গড়ে তুলে এটি দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার।
টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অনুষ্ঠিত ‘৩০তম নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’র ফাঁকে বৃহস্পতিবার (২৯ মে) জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান ইউনূস।
প্রধান উপদেষ্ট বলেন, ‘এমআইডিআই অঞ্চলই বাংলাদেশের ভবিষ্যৎ। বঙ্গোপসাগরের সংযোগ কাজে লাগিয়ে আমরা এই অঞ্চলকে নেপাল, ভুটানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে যুক্ত করতে বন্দর, সড়ক ও রেল অবকাঠামো গড়ে তুলছি।’
জাইকার প্রস্তাবেই মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ শুরু হয়। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন এমআইডিআই অঞ্চলকে বন্দর, লজিস্টিক, মৎস্য, জ্বালানি ও বিদ্যুৎখাতে রূপান্তরের জন্য একটি সমন্বিত মাস্টারপ্ল্যান তৈরি করছে।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নেবে জাপান
প্রধান উপদেষ্টা জানান, এমআইডিআই অঞ্চলে একটি মেগাসিটি গড়ার পরিকল্পনাও রয়েছে এবং বিমানবন্দরগুলোকে উন্নত করা হচ্ছে বেড়ে যাওয়া যাত্রী চাহিদা মেটাতে।
ড. তানাকা এমআইডিআই প্রকল্পে জাইকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন যাতে প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত হয়।
জবাবে প্রধান উপদেষ্টা জানান, এমআইডিআই প্রকল্পে তদারকি ও জাইকা ও অন্যান্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সমন্বয়ের জন্য একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ করা হবে।
তিনি আরও জানান, এমআইডিআই অঞ্চলে একাধিক মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা হবে, যেখানে বিদেশি বিনিয়োগকারীদের রপ্তানিমুখী শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানানো হবে।সরকার এই অঞ্চলে একটি নির্দিষ্ট মৎস্য অঞ্চল তৈরির পরিকল্পনাও করছে, যেখানে বড় আকারের মাছ ধরার জাহাজ পরিচালিত হবে।
‘আমাদের গভীর সমুদ্রে মাছ ধরার দিকে যেতে হবে,’ বলেন ড. ইউনূস। ‘বর্তমানে প্রতিবেশী দেশের জাহাজগুলো আমাদের জলসীমায় মাছ ধরে যাচ্ছে, অথচ আমাদের ট্রলারগুলো গভীর সমুদ্রে যাওয়ার উপযোগী নয়। আমরা এই সক্ষমতা গড়ে তুললে মাছ প্রক্রিয়াজাত করে রপ্তানি ও দেশীয় বাজারে সরবরাহ করা যাবে।’
ড. তানাকা বলেন, গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়ে এই প্রথম কোনো বাংলাদেশি নেতার কাছ থেকে শুনলেন।
বৈঠকে জুলাইয়ের রাজনৈতিক উত্তাল পরিস্থিতির পর বাংলাদেশে সংস্কার কর্মসূচি, গণতান্ত্রিক রূপান্তর ও দুর্নীতিবিরোধী কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা ইউনূস জানান, সাধারণ নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর তিনি তার আগের পেশায় ফিরে যাবেন।এছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা এমআইডিআই অঞ্চলে মানবিক সহায়তায় জাইকার সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
জবাবে জাইকার প্রেসিডেন্ট রোহিঙ্গা সমস্যা নিরসনে আন্তর্জাতিক উদ্যোগে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেন।
১৮৯ দিন আগে