সিলেট-ঢাকা মহাসড়ক
সিলেটে বাসের চাপায় বৃদ্ধ নিহত
সিলেটের দক্ষিণ সুরমায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় মুহিবুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুহিবুল ইসলাম (৬০) দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, মুহিবুল ইসলাম রাস্তা পার হওয়ার সময় সিলেট-শেরপুর রুটের একটি মিনিবাস তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
১৮৮ দিন আগে