নাট্য অভিনেতা
সিলেটের নাট্য অভিনেতা এনামুল মুনির আর নেই
সিলেটের বিশিষ্ট নাট্য সংগঠক ও অভিনেতা এনামুল মুনির (৬৩) মারা গেছেন। শনিবার (৩১ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের সদস্য ও বিশিষ্ট নাট্য সংগঠক শামসুল বাসিত শেরো।
আরও পড়ুন: মুস্তাফা জামান আব্বাসী আর নেই
মৃত্যুকালে এনামুল মুনির স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
রবিবার (১ জুন) নগরের কুমারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এনামুল মুনির ছিলেন বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত নাট্য অভিনেতা, নাট্য রচয়িতা ও নির্দেশক। তিনি সিলেটের সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি নাট্য সংগঠন কথাকলির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৮৭ দিন আগে