বরাদ্দ কমলো প্রাথমিকে
বরাদ্দ কমলো প্রাথমিকে, বাড়ল মাধ্যমিক আর মাদ্রাসায়
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ কমেছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা, বিপরীতে বরাদ্দ বেড়েছে মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি খাতে। সোমবার (২ জুন) টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
এতে আগামী অর্থবছরের বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা খাতে ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে, যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা।
অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে ২০২৫-২৬ অর্থবছরে মোট বরাদ্দ প্রস্তাব ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা, যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ৪৪ হাজার ১০৮ কোটি টাকা।
এছাড়া কারিগরি ও মাদ্রাসা খাতে বাজেট বরাদ্দের প্রস্তাব ১২ হাজার ৬৭৮ কোটি টাকা, যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ১১ হাজার ৭৮৩ কোটি টাকা।
বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, উচ্চশিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, আধুনিক ও বিশ্বমানে উন্নীতকরণের লক্ষ্যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের ‘আউটকাম বেইজড এডুকেশন’ পদ্ধতিতে কারিকুলাম হালনাগাদ করা হয়েছে।
আরও পড়ুন: স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ল ৫০১ কোটি টাকা, পিএইচডি সুবিধা পাবে নার্সরা
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় ৬২টি প্রকল্পের মাধ্যমে এক হাজার ৯৫৭ কোটি টাকা ব্যয়ে শিক্ষা অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এছাড়া চলতি অর্থবছরে মাধ্যমিক পর্যায়ে ৫১ লাখ, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮ লাখ এবং স্নাতক পর্যায়ে ১ লাখ ৬৫ হাজার অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সংশোধিত পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মাঝে সরবরাহের লক্ষ্যে ১ হাজার ৬২৬ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাবের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বৃদ্ধি এবং গ্রাচ্যুইটি প্রদানসহ সব স্তরের শিক্ষকদের মানবসম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা।
১৮৬ দিন আগে