নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কা
রাস্তার পাশের মসজিদে বাসের ধাক্কা, প্রাণ গেল বাবা-ছেলের
ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মসজিদে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার পশ্চিম তালদিঘি ফকির বাড়ি নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় গ্রামের পারভেজ মিয়া (৩৫) ও তার ছেলে হাসান মিয়া (০৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান।
আরও পড়ুন: ফরিদপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্রার ৪ যাত্রী নিহত
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি শেরপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে তারাকান্দার পশ্চিম তালদিঘি ফকির বাড়ি নামকস্থান পর্যন্ত আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মসজিদে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি টিপু সুলতান।
১৮২ দিন আগে