তালাবদ্ধ ঘর থেকে লাশ উদ্ধার
ময়মনসিংহে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
ময়মনসিংহের ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে সাবিনা আক্তার (৪২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানার পুলিশ।
রবিবার (৮ জুন) দুপুরে উপজেলার সিডস্টোর উত্তর বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের স্বামী স্বপন মিয়া পলাতক রয়েছেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা পুলিশের।
নিহত সাবিনা আক্তারের স্বামী স্বপন মিয়ার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের কুটেরচর গ্রামের বাসিন্দা। তবে তারা ভালুকার সিডস্টোর উত্তর বাজারে আল-আমিন খান নয়নের বাসায় ভাড়া থাকতেন বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: সিলেটের আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঈদের দিন থেকে সাবিনা ও স্বপনের মোবাইল ফোন বন্ধ ছিল। স্বজনরা খোঁজখবর নিতে এসে ঘর তালাবদ্ধ দেখতে পান। এরপর জানালার ফাঁক দিয়ে ঘরের মেঝেতে সাবিনার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
এরপর পুলিশ গিয়ে তালা ভেঙে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্বপন মিয়া তার স্ত্রীকে হত্যা করে ঘর তালাবদ্ধ করে পালিয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বলে জানান ওসি।
১৮০ দিন আগে