বাসের ধাক্কায় নিহত
পদ্মা সেতুতে দুর্ঘটনায় নিহত ২, পৌনে ২ ঘণ্টা পর যান চলাচল শুরু
পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢাকামুখী একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
শুক্রবার (১৩ জুন) রাত ১১টার দিকে এই দুর্ঘটনায় পদ্মা সেতুর ঢাকামুখী লেন প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ ছিল। এর ফলে ফিরতি ঈদযাত্রার শেষ মুহূর্তে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনায় ট্রাক থেকে সেতুর ওপর কেমিক্যাল ছড়িয়ে পড়ে সড়ক পিচ্ছিল হয়ে যায়। ফলে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যান চলাচল বন্ধ রাখা হয়। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সড়ক পরিষ্কার করে এবং দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক রেকার দিয়ে সরিয়ে নেওয়ার পর রাত পৌনে ১টার দিকে যান চলাচল শুরু হয়।
আরও পড়ুন: দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
নিহত একজন খুলনার বাসিন্দা রাকিব জামাদ্দার। অপরজনের পরিচায় জানা যায়নি। আহতদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, পদ্মা সেতুর থেকে নামার সময় অ্যাপ্রোচের ২ নম্বর খুঁটির কাছে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়।
১৭৪ দিন আগে
বাগেরহাটে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৮
বাগেরহাটের ফকিরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও আট যাত্রী।
মঙ্গলবার (১০ জুন) ভোরে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মুলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছয়জনকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বাসচালকসহ দুইজনের অবস্থা গুরুতর বলে পুলিশ জানান।
দুর্ঘটনায় নিহত বাসযাত্রীর নাম পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। তবে নিহত অজ্ঞাত পরিচয়ের ওই পুরুষের বয়স প্রায় ৪০ বছর বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
তিনি জানান, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘ইমাদ পরিবহনের’ একটি বাস মুলঘর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং বাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয় এবং আটজন আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে বাসচালকসহ দুইজনের অবস্থা গুরুতর।
ওসি শেখ নুরুজ্জামান চানু আরও জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৭৮ দিন আগে