২ তক্ষক
যশোরে ২ তক্ষক ও মেছো বিড়াল উদ্ধার
যশোর থেকে দুটি তক্ষক ও একটি অসুস্থ মেছো বিড়াল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়।
এতে বলা হয়, সাতক্ষীরার তালতলা নামক স্থান থেকে তক্ষক দুটি এবং শার্শা উপজেলার বুজতলা গ্রামের রাস্তা সংলগ্ন আম বাগান থেকে মেছো বিড়ালটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পোষার জন্য খাঁচায় আটকে রাখা হয় মেছো বিড়াল, পরে উদ্ধার
বন মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার করা বিড়ালটি শার্শা এসএফএনটিসি হাসপাতালে নিয়ে আসা হয় ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সুস্থ হয়ে নিজে অল্প হাঁটাচলা করতে পারছে। দ্রুত সুস্থ হলে তাকে তার বাসস্থানের কাছাকাছি ছেড়ে দেওয়া হবে।
এদিকে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির কাছ থেকে তক্ষক ও বন বিভাগের সোর্সের মাধ্যমে আরও একটি তক্ষক উদ্ধারসহ একজনকে আটক করা হয়। এই ঘটনায় আগামীকাল থানায় একটি মামলা দায়ের করা হবে
১৭৯ দিন আগে