বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষ
রামুতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৭
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে ক্যাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাত যাত্রী।
সোমবার (১৬ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রশিদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন।
আরও পড়ুন: জয়পুরহাটে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ১
নিহতরা হলেন— কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের হাবিব উল্লাহ, তার ছেলে গিয়াস উদ্দিন ও রামুর পূর্ব রাজারকুলের রিমঝিম বড়ুয়া। নিহত এবং আহতরা সবাই বাসের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
ওসি নাছির উদ্দিন বলেন, ‘কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী ক্যাভার্ডভ্যান রামু রশিদনগর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে বাসটি সড়ক থেকে খাদে পড়ে যায় এবং ক্যাভার্ডভ্যানটি সড়কের পাশে একটি গাছে আটকে যায়। এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, নিহতদের মধ্যে দুইজন নারী ও একটি শিশু রয়েছে। দুর্ঘটনার পর বাস ও ক্যাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের কাজ চলছে।
১৭২ দিন আগে