পাঁচজন আহত
আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ একই পরিবারের পাঁচজন আহত
সাভারের আশুলিয়ায় গ্যাসের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পরিবারের পাঁচজন দগ্ধের খবর পাওয়া গেছে।
বুধবার (১৮ জুন) সকালে নরসিংহপুর এস টুয়েন্টি ওয়ান অ্যাপারেলস লিমিটেড-সংলগ্ন জুয়েল রানার বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে জুয়েল আহমেদের দ্বিতল ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহতরা হলেন— জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (৪০), জহুরুল (২৬) ও জাহানারা (৪০)। তারা ফরিদপুর জেলার বাসিন্দা ও একই পরিবারে সদস্য।
দগ্ধদের প্রথমে স্থানীয় আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
আরও পড়ুন: রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ
সরেজমিন গিয়ে দেখা যায়, বিস্ফোরণের কারণে ভবনের দেওয়ালে ফাটল ধরেছে। কোথাও কোথাও ভেঙেও গেছে।
আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন জানান, ফায়ার সার্ভিস ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
১৭০ দিন আগে