শিশুসহ আহত ৬
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নারী নিহত, শিশুসহ আহত ৬
নওগাঁয় বেক্সিমকো ঔষধ কোম্পানির গাড়ি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে পারভীন আক্তার (৫৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।
বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুলিশ লাইনের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত পারভিন আক্তার জেলার সাপাহার উপজেলার রসুলপুর গ্রামের সাজির উদ্দিনের স্ত্রী।
আহতরা হলেন- উপজেলার রসুলপুর গ্রামের সিরাজুল ইসলাম ও তার স্ত্রী ইসমত আরা, সিরাজুলের ছোট ভাই সাজির উদ্দীন ও তার ছেলে আরিফ ও তার স্ত্রী সাদিকা এবং সিরাজুল ইসলামের নাতি রাফিউল (৬)।
স্থানীয়রা জানান, সিএনজিতে করে সাপাহার উপজেলা থেকে মামলার হাজিরা দেওয়ার জন্য সাজির উদ্দিনের পরিবারের ছয়জন সদস্য নওগাঁ জজকোর্টে আসছিলেন। সাপাহার থেকে ছেড়ে আসা সিএনজি নওগাঁ পুলিশ লাইনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেক্সিমকো ঔষধ কোম্পানির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ছাত্রাবাসে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু
এতে সিএনজিতে থাকা চালক ও শিশুসহ ছয়জন গুরুতর আহত হয়। এ ঘটনায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পারভীন আক্তারকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় বেক্সিমকো ঔষুধ কোম্পানির গাড়ি ও ড্রাইভারসহ দুর্ঘটনা কবলিত সিএনজি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নিহত ব্যক্তির লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান।’
১৬৯ দিন আগে