জেলা প্রশাসকের কার্যালয়
হবিগঞ্জে নিয়োগ পরীক্ষাকেন্দ্র থেকে ভুয়া পরীক্ষার্থী আটক, কারাদণ্ড
ভুয়া পরিচয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার দায়ে হবিগঞ্জে প্রণব চন্দ্র দেব নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) হবিগঞ্জ শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।
আটক প্রনব চন্দ্র দেব বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: সাভারে এসএসসি পরীক্ষায় অনিয়মের দায়ে কেন্দ্র সচিবসহ ৭ শিক্ষক বহিষ্কার
জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় নির্ধারিত পরীক্ষার্থীর পরিবর্তে ভুয়া পরিচয়ে অংশগ্রহণ করেন প্রণব। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
এরপর ভ্রামম্যাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে এমন জালিয়াতির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
১৬৭ দিন আগে