চুয়াডাঙ্গা সীমান্ত
চুয়াডাঙ্গা সীমান্তে স্বর্ণ পাচারের অভিযোগে যুবক গ্রেপ্তার
চুয়াডাঙ্গার জীবননগরের গয়েশপুর সীমান্ত দিয়ে বাইসাইকেলে করে স্বর্ণ পাচারের সময় এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২২ জুন) রাতে ইসলামপুর পিচমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক যুবকের নাম মমিন। তিনি জীবননগরের গয়েশপুর গ্রামের ধোপাখালি এলাকার তেতুল মণ্ডলের ছেলে।
এ বিষয়ে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. মুন্সি ইমদাদুর রহমান জানান, বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার শরীর তল্লাশি করে ৮টি স্বর্ণের বার ও একটি ছোট টুকরো উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম।
আরও পড়ুন: ১০ দিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা বলে জানানি তিনি।
এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
১৬৫ দিন আগে