এইসএসসি পরীক্ষা
এইসএসসি ও সমমানের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
উচ্চ মাধ্যমিক ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করেছে শিক্ষাবোর্ডগুলো। বুধবার (২৩ জুলাই) দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা বোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ড পরীক্ষাগুলো নিতে পরিবর্তিত নতুন সময়সূচি ঘোষণা করেছে।
৯টি সাধারণ শিক্ষাবোর্ডের সময়সূচি
১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১২ আগস্ট(মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। একইভাবে ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৪ আগস্ট, ২২ জুলাইয়ের পরীক্ষাটি ১৭ আগস্ট, আর ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষাটি ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে শিক্ষাবোর্ডগুলো।
পড়ুন: ‘চোখের সামনেই মারা গেল আমার বন্ধু’
মাদরাসা শিক্ষাবোর্ডের নতুন সময় সূচি
গত ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৪ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। একইভাবে ১৫ জুলাইয়ের পরীক্ষা ১৩ আগস্ট(বুধবার) অনুষ্ঠিত হবে। ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট(রবিবার) অনুষ্ঠিত হবে। আর ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। আর ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
কারিগরি শিক্ষাবোর্ড
কারিগরি দ্বাদশ শ্রেণির ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ৩০ জুলাই, ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৪ আগস্ট, ২২ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ৩ আগস্ট, ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ৬ আগস্ট অনুষ্ঠিত হবে।
একাদশ শ্রেণির ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ৩০ জুলাই, ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৪ আগস্ট(শুধুমাত্র গোপালগঞ্জ জেলা), ২২ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ৩ আগস্ট, ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ৬ আগস্ট অনুষ্ঠিত হবে।
এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা আগামী ৭ আগস্ট থেকে ১৩ আগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
১৩৫ দিন আগে
এইসএসসি পরীক্ষা: বরিশালে এক শিক্ষার্থী বহিষ্কার, ৬ শিক্ষককে অব্যাহতি
বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় নকল করার দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোন সঙ্গে পাওয়ায় ৬ শিক্ষককে কেন্দ্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী।
এদিন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ২৯ জন শিক্ষার্থী, যা বোর্ডের মোট পরীক্ষার্থীর ১ দশমিক ৮৩ শতাংশ।
অধ্যাপক ইউনুস আলী বলেন, বরিশাল বিভাগের ছয় জেলার ১৪৪টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল ৫৭ হাজার ৩৫৮ জন শিক্ষার্থীর। তবে পরীক্ষায় উপস্থিত হয়েছে ৫৬ হাজার ৩২৯ জন। ফলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২৯ জন।
তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। করোনা ও ডেঙ্গু সংক্রমণের বিষয়টি মাথায় রেখে সবধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নে ১৮টি টিমের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
পড়ুন: জাল প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষার্থী ধরা
১৬২ দিন আগে