মেরি মাসদুপুই
জাতীয় এমএসডিআই প্রতিষ্ঠা সময়োপযোগী ও উপকারী: রাষ্ট্রদূত মাসদুপুই
সমুদ্র অর্থনীতির টেকসই উন্নয়নে সহায়তার লক্ষ্যে সামুদ্রিক স্থানিক তথ্য পরিকাঠামো (এমএসডিআই) প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। বাংলাদেশের ভূপৃষ্ঠ পর্যবেক্ষণ উপগ্রহ সক্ষমতা অর্জনের পরিকল্পনার প্রেক্ষাপটে তিনি এটিকে সময়োপযোগী ও উপকারী উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি ও এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড) পর্যবেক্ষণে ভূপৃষ্ঠ পর্যবেক্ষণ উপগ্রহ ব্যবস্থার সম্ভাবনাময় অগ্রগতির পরিপ্রেক্ষিতে জাতীয় এমএসডিআই প্রতিষ্ঠা অত্যন্ত সময়োপযোগী ও উপকারী হবে।’
গত জুনে ফ্রান্সের নিসে অনুষ্ঠিত জাতিসংঘ মহাসাগর সম্মেলনের (ইউএনওসি৩) পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) সহযোগিতায় ‘ব্লু টক’ সিরিজের এই তৃতীয় আয়োজনটি করে ফরাসি দূতাবাস।
গত বছরের নভেম্বরে ‘সমুদ্র অর্থনীতি’ ও এ বছরের এপ্রিলে ‘স্যাটেলাইট তথ্য প্রয়োগ’ বিষয়ে দুটি আলোচনার পর তৃতীয় দফার এই আলোচনা অনুষ্ঠিত হলো।
বুধবার (২ জুলাই) ফরাসি দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে এমএসডিআই উন্নয়ন বিষয়ক এই সেমিনারে নীতিনির্ধারক, গবেষক, জলসীমা জরিপ বিশেষজ্ঞ (হাইড্রোগ্রাফার) ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেন।
আরও জানানো হয়, এমএসডিআই প্রতিষ্ঠার মাধ্যমে স্যাটেলাইট ও সামুদ্রিক তথ্যের মানসম্মতকরণ, একীভূতকরণ ও সংরক্ষণ সম্ভব হবে এবং বিভিন্ন সামুদ্রিক খাতে ব্যবহার উপযোগী তথ্য সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য সহজলভ্য হবে।
১৫৬ দিন আগে