দ্বিতীয় দফার সংলাপ
ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় পঞ্চদশ দিনের আলোচনা শুরু
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যুতে আলোচনা চালিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপের পঞ্চদশ দিনের আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
রবিবার (২০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ আলোচনা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
কমিশন সূত্রে জানা যায়, আজকের সংলাপে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যুতে আলোচনার জন্য তালিকাভুক্ত রয়েছে।
সংলাপে অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) প্রায় ৩০টি রাজনৈতিক দল। প্রতিটি দলই প্রস্তাবিত সংস্কারের ওপর তাদের নিজ নিজ অবস্থান তুলে ধরছে।
দ্বিতীয় দফা সংলাপে প্রায় ২০টি প্রধান সাংবিধানিক বিষয়ের আলোচনা শেষে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে একটি ঐক্যবদ্ধ সংস্কার প্রস্তাব চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে কমিশন।
আরও পড়ুন: কী পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন হবে সে ব্যাপারে ঐকমত্য হওয়া যাচ্ছে না: আলী রীয়াজ
গত ২ জুন দ্বিতীয় দফা সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে গঠিত এ কমিশনের দায়িত্ব ছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে একটি একক জাতীয় অবস্থান গড়ে তোলা।
এর আগে, ২০ মার্চ শুরু হওয়া প্রথম দফা সংলাপে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করে ১৯ মে তা শেষ করে কমিশন।
১৩৮ দিন আগে