কানাডা-যুক্তরাষ্ট্রের বাতাস
দাবানলের ধোঁয়ায় কানাডা-যুক্তরাষ্ট্রের বাতাসে দূষণ, ঢাকার কী অবস্থা
কানাডার দাবানলের ধোঁয়া বিশালাকৃতির এই দেশটির বিভিন্ন শহর ছাড়াও যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে। শনিবারও এর প্রভাবে টানা তৃতীয় দিনের মতো অস্বাস্থ্যকর বাতাসের সতর্কতা জারি রয়েছে দেশদুটির অনেক শহরে।
বাংলাদেশ সময় রোববার (৩ আগস্ট) ভোরে যুক্তরাষ্ট্রের আইওয়া, মিনেসোটা, উইসকনসিন, মিশিগান, পূর্ব নেব্রাস্কা এবং ইন্ডিয়ানা ও ইলিনয়ের কিছু অংশে বাতাসের মান-সংক্রান্ত সতর্কতা বহাল ছিল। আকাশে ধোঁয়ার উপস্থিতি দিনভর থাকতে পারে বলেও স্থানীয় আবহাওয়া অফিসের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস।
অন্যদিকে, কানাডার পরিবেশ সংস্থা জানিয়েছে, কিছু এলাকায় এই ধোঁয়া রোববার পর্যন্ত স্থায়ী হতে পারে।
বিশ্বব্যাপী বাতাসের গুণগত মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার জানিয়েছে, শুক্রবার থেকে মিনিয়াপলিস শহরকে বিশ্বের অন্যতম দূষিত বায়ুর শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। মিনেসোটার বিস্তীর্ণ এলাকায় ‘লাল’ বা ‘অস্বাস্থ্যকর’ মানের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল।
গতকাল (শনিবার) সকালে বিশ্বের তৃতীয় শীর্ষ দূষিত শহর ছিল মিনিয়াপলিস। শহরটির একিউআই স্কোর ছিল ১৫৮ যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত।
ফুসফুস ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তি, শিশু, বয়স্ক এবং গর্ভবতী নারীরা এমন দূষিত বাতাসে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।
মিনিয়াপলিস-সেন্ট পল এলাকার জাতীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ জো স্ট্রাস বলেন, ‘এবারের পরিস্থিতিতে যে বিষয়টি আলাদা, তা হলো দীর্ঘ সময় ধরে ধোঁয়ার কণাগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করছে, ফলে টানা কয়েকদিন ধরে আমাদের এখানে বাতাসের মানে অবনতি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রতিদিন এটার মোকাবিলা করছি। বাইরে বের হলে ধোঁয়ার গন্ধ পাওয়া যাচ্ছে, কখনো কখনো তো মুখেও ধোঁয়ার স্বাদ পাওয়া যাচ্ছে।’
আজ (রোববার) সকাল সাড়ে ৯টার দিকে মিনিয়াপলিসের বাতাসের দূষণ কিছুটা কমেছে। একিউআই স্কোর ৯৫-তে নেমে শহরটির বাতাসের মান এখন ‘মাঝারি’ শ্রেণিতে অবস্থান করছে।
এ ছাড়া কানাডার প্রধান দুই শহর মন্ট্রিয়াল ও টরোন্টোর বাতাসের মানও এই সময়ে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শহর দুটির একিউআই স্কোর যথাক্রমে ১২৫ ও ১১৮ এবং বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় যথাক্রমে ষষ্ঠ ও অষ্টম স্থানে রয়েছে।
এদিকে, ১৬২ একিউআই স্কোর নিয়ে আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর কঙ্গোর কিনশাসা। ১৫৩ ও ১৫২ নিয়ে তার পরের দুটি স্থানে ছিল সৌদি আরবের রিয়াদ ও উগান্ডার কাম্পালা। ১৫১ ও ১৪৯ একিউআই স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের চতুর্থ ও পঞ্চম শীর্ষ শহর ছিল পাকিস্তানের লাহোর ও ইন্দোনেশিয়ার জাকার্তা।
আরও পড়ুন: সপ্তাহজুড়ে কেমন ছিল ঢাকার বাতাসের মান
অন্যদিকে, গতকাল সকালের চেয়ে ঢাকার বাতাসে আজ খুব বেশি উন্নতি হয়নি। গতকালের ৮০ একিউআই স্কোর থাকা ঢাকার বাতাসের আজকে সকালের স্কোর ৭৯। এ ছাড়া গতকালের অষ্টাদশ স্থান থেকে আজ বাংলাদেশের রাজধানী নেমেছে ২৪তম স্থানে।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
১২৪ দিন আগে