যৌথবাহিনী অভিযান
যৌথবাহিনী অভিযানে লক্ষ্মীপুরে বিভিন্ন অস্ত্রসহ মাদকদ্রব্য জব্দ, আটক ৩
লক্ষ্মীপুরে যৌথবাহিনী অভিযানে পিস্তল, দেশীয় অস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় তিনজনকে আটকের দাবি করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে অবসরপ্রাপ্ত কর্নেল মজিদের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন মেম্বারের ছেলে আহম্মদ আল মারুফ রবিন (৩৪), আহম্মদ আল আরেফিন রিমন (২৯) এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার তোফায়েল আহম্মদের ছেলে এহসান আহম্মেদ (২৪)।
আরও পড়ুন: নাটোরে কোটি টাকার নকল যৌন উত্তেজক ওষুধ জব্দ
অভিযানের সময় তাদের কাছ থেকে দুইটি এলজি পিস্তল, তিনটি রামদা, পাঁচটি ছুরি, একটি পিস্তলের ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৮৩ পিস ইয়াবা, এক সেট সেনাবাহিনীর ইউনিফর্ম, নগদ ৩৬ হাজার টাকা, মাদকের ব্যবসার হিসাব সংবলিত চারটি খাতা এবং ইয়াবা প্যাকেট করার জন্য ব্যবহৃত এক বান্ডিল ফয়েল পেপার জব্দ করা হয়।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, ইয়াবা, নগদ টাকা ও মাদক ব্যবসার কাগজপত্র জব্দ করা হয়েছে। আটক তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১১৮ দিন আগে