রিকশাচালক হত্যা মামলা
ধানমণ্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি
রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে হত্যা মামলার আসামি করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সূত্র জানায়, চলতি বছরের এপ্রিল মাসে ধানমণ্ডি থানায় রুজু করা একটি মামলায় সন্দেহভাজন হিসেবে আজিজুর রহমানকে ১৬ আগস্ট আদালতে পাঠানো হয়।
রবিবার (১৭ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু গণমাধ্যমে আজিজুর রহমানের গ্রেপ্তার ও মামলা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা পুলিশের নজরে এসেছে।
আরও পড়ুন: সাবেক ডিএমপি কমিশনারসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজিজুর রহমানকে যে মামলায় আদালতে পাঠানো হয়েছে, সেটি পেনাল কোড অনুযায়ী একটি নিয়মিত মামলা, কোনো হত্যা মামলা নয়। অথচ অনেকেই বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে উপস্থাপন করছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করছে।
এ বিষয়ে বিভ্রান্তি না ছড়াতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।
১১০ দিন আগে