ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট
ডাকসু নির্বাচন: চারুকলায় ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের ফেস্টুন ভাঙচুর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই চারুকলা অনুষদে (চারুকলা) শিবির-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’র ব্যানার ছুঁড়ে ফেলে ছবি বিকৃত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে যে ফেস্টুনের ছবি বিকৃত করা হয়েছে, যা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
সূত্র মতে, সকাল থেকেই বিভিন্ন প্যানেল এবং প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে। এর অংশ হিসেবে, চারুকলায় শিবির-সমর্থিত প্যানেল একটি অস্থায়ী ব্যানার স্থাপন করে। তবে, একটি ভিডিওতে দেখা গেছে যে কিছুক্ষণ পরেই অজ্ঞাত দুই ব্যক্তি এসে ফেস্টুনটি ছুঁড়ে ফেলে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ক্রীড়া সম্পাদক মিফতাহুল মারুফ অভিযোগ করেছেন, ‘চারুকলা অনুষদে আমাদের দুটি ব্যানার-ফেস্টুন খুলে ফেলা হয়েছে। আমরা প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার দাবি জানিয়েছি। ফুটেজ পর্যালোচনা করলে দোষীদের শনাক্ত করা যাবে।’
এ বিষয়ে চারুকলা অনুষদের সহকারী প্রক্টর মো. ইসরাফিল বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি। কারা এটি করেছে তা শনাক্ত করার চেষ্টা চলছে।’
এদিকে, প্যানেল এই বিষয়ে নির্বাচন কমিশনে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে।
এই বিষয়ে শিবির মঙ্গলবার(২৬ আগস্ট) বিকালে একটি সংবাদ সম্মেলনও করেছে। তারা প্রশাসনের কাছে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
পড়ুন: ডাকসু নির্বাচনে প্রার্থী ৪৭১
সংবাদ সম্মেলনে, জিএস প্রার্থী এসএম ফরহাদ বলেন, ‘আমাদের নানাভাবে ফাঁসানো হচ্ছিল। বলা হচ্ছিল যে, আমরা নারীদের স্থান দেই না। কিন্তু আমাদের জনপ্রিয়তা থামাতে না পেরে তারা ভিন্নভাবে চেষ্টা করছে। আজ প্রচারণা চালানো হচ্ছে নিয়ম মেনে। এখানে, ছবিতে একটি চোখ বিকৃত করে জুলাইকে অপমান করা হয়েছে, যারা জুলাইয়ে তাদের চোখ হারিয়েছেন তাদের অপমান করা হয়েছে।’
তিনি বলেন, ‘সাবিকুন নাহার তামান্নার ছবিতে যে আকৃতিটি আঁকা হয়েছে—তার মাধ্যমে নারীদের প্রতি, হিজাবের প্রতি বিদ্বেষ প্রকাশ করে। এটি ইসলামোফোবিয়া এবং ইসলামী সংস্কৃতির প্রতি বিদ্বেষের প্রকাশ।’
ফরহাদ আরও বলেন, ‘কিছু গণমাধ্যম চারুকলা বনাম ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। চারুকলার শিক্ষার্থীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে।’
১০১ দিন আগে