ছেঁড়া নোট নিয়ে দ্বন্দ্ব
চাঁপাইনবাবগঞ্জে ১০০ টাকার ছেঁড়া নোট নিয়ে দ্বন্দ্বের জেরে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জে একটি বিকাশের দোকানে ১০০ টাকার একটি ছেঁড়া নোট নিয়ে দ্বন্দ্বের জেরে হামলার ঘটনায় বাবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
হামলার ৫ দিন পর মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মারা যান তিনি।
নিহত বাবুল হোসেন জেলার শিবগঞ্জ উপজেলার জালমাছমারী এলাকার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে বড়চক এলাকার গুমানের ছেলে আসাদুল নিহত বাবুলের ভাই নজরুল ইসলামের বিকাশের দোকান থেকে ২ হাজার টাকা উঠিয়ে নিয়ে যান। এর দুই ঘণ্টা পর আবারও দোকানে এসে ১০০ টাকার একটি ছেঁড়া নোট রয়েছে বলে সেটি ফেরত নিয়ে ভালো নোট দেওয়ার দাবি জানালে দুজনের বাগবিতণ্ডা হয়।
এর কিছুক্ষণ পর বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্রসহ ১০-১২ জনকে নিয়ে আসাদুল দোকানে হামলা চালান। এ সময় ভাইকে বাঁচাতে গেলে হামলার শিকার হন বাবুল হোসেন।
আরও পড়ুন: রাজবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে কৃষককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে বাবুল হোসেনকে বাসায় নিয়ে যান স্বজনরা। এরপর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থার রাত সাড়ে ৮টার দিকে মারা যান বাবুল।
রক্তশূন্যতার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া।
১০০ দিন আগে