আ.লীগ নেতা নিহত
যশোরে ছুরিকাঘাতে আ.লীগ নেতা নিহত
যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (৪৬) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন। এ সময় তারেক নামে অপর আরও এক ব্যক্তি আহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারে হবির চিড়ার মিলের সামনে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের আজহার আলী মাস্টারের ছেলে এবং মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল ইসলাম প্রতিদিনের মতো শনিবার রাতেও রাজগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে সময় কাটাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতে তার ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
রাজগঞ্জ এলাকার কয়েকজনর বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, আশরাফুল রাজগঞ্জ বাজারে হবির চিড়ার মিলের সামনে একটি চায়ের দোকানে নিয়মিত সময় কাটাতেন। প্রতিদিনের মতো গতকাল (শনিবার) সন্ধ্যার পর তিনি ওই চা দোকানে এসে বসেন। রাত সোয়া ৯টার দিকে দুর্বৃত্তরা তার ওপর দুর্বৃত্তরা অতর্কিতে তার ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আশরাফুলের ওপর হওয়া হামলা ঠেকাতে গেলে ওই দোকানে বসে থাকা তারেক নামে অপর এক ব্যক্তিকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি পর সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারলে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
দোষীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
৯৬ দিন আগে