শেবামেক হাসপাতাল
বরিশালে ডেঙ্গু নিয়ে আরও ১০ রোগী হাসপাতালে
বরিশালে নতুন করে আরও ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শেরে বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় এই রোগীরা হাসপাতলে ভর্তি হয়েছেন। বর্তমানে এখানে ৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের উপপরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন বলেন, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ১০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। নতুন ভর্তি হওয়া ১০ জন নিয়ে বর্তমানে এই হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দিচ্ছি আমরা।
আরও পড়ুন: ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৩
হাসপাতালের জনসংযোগ বিভাগ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, চলছি বছরে হাসপাতালটিতে মোট ১ হাজার ২০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হন। তাদের মধ্যে ১ হাজার ১৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন ১১ জন। তবে বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন কমছে।
উপপরিচালক শাহিন বলেন, ‘আমাদের এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের সিংহভাগ বরগুনা জেলার বাসিন্দা। ওই জেলাতেই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।’
৮৯ দিন আগে