সাদিক কায়েম
ডাকসু নির্বাচন: শান্তিপূর্ণ ভোটের আহ্বান সাদিকের, আচরণবিধি লঙ্ঘনের নিন্দা
ইসলামী ছাত্রশিবিরের ভাইস প্রেসিডেন্ট (জিএস) পদপ্রার্থী সাদিক কায়েম মঙ্গলবার ডাকসু নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সব প্রার্থী ও ভোটারদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রশ্নটি ছিল একটি নির্দিষ্ট গ্রুপের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে।
তিনি বলেন, ‘এই নির্বাচনের মধ্য দিয়ে জুলাই আন্দোলনের চেতনা বিজয়ী হবে।’
সাদিক শিক্ষার্থীদের পছন্দের প্রার্থীদের সমর্থনের আহ্বান জানিয়ে আরও বলেন, ‘এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি ইতিবাচক গণতান্ত্রিক রূপান্তর প্রতিষ্ঠা করতে চাই।’
আরও পড়ুন: ডাকসুতে ভোট দিলেন শিবির ও ছাত্রদল সমর্থিত ভিপি-জিএস প্রার্থীরা
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে তিনি উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে নিজের ভোট প্রদান করেন।
মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। আটটি কেন্দ্রে একযোগে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে।
ছয় বছর পর অনুষ্ঠিত এ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো জাতির নজর এখন এখানে। দেশের রাজনৈতিক ও সামাজিক বিকাশের ঐতিহ্যের ধারাবাহিকতা হিসেবে এ নির্বাচন বিশেষ গুরুত্ব বহন করছে।
এবারের নির্বাচনে মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী তাDদের ভোট প্রদান করবেন।
৮৭ দিন আগে