ফায়ার ফাইটার নুরুল হুদা
এবার আরেক অগ্নি যোদ্ধার মৃত্যু
গাজীপুরের টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রাণ হারান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
ডা. শাওন জানান, ‘গত সোমবার টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় চারজনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল। আজ দুপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার ফাইটার নুরুল হুদা মারা যান। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল।’
লালমনিরহাটে যত্রতত্র বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার, বড় দুর্ঘটনার আশঙ্কা
এর আগে মঙ্গলবার একই ঘটনায় আরেক ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা গেছেন। তার শরীরও ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে দুইজন আহত ফায়ার ফাইটারের মধ্যে একজনের ৪২ শতাংশ ও অন্যজনের ৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা জসিম জানান, ‘টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দুইজন ফায়ার ফাইটার প্রাণ হারিয়েছেন। দুইজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
নুরুল হুদার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার এলাকায়। তিনি আব্দুল মনসুর ও সিরিনা খাতুন দম্পতির ছেলে।
নুরুল হুদা ২০০৭ সালের মার্চে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন।
৭১ দিন আগে