সীমান্ত উত্তেজনা
সীমান্তে ফের উত্তেজনা, কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলা
যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপের মধ্যেই কম্বোডিয়ার সঙ্গে বিতর্কিত সীমান্ত এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড।
থাই সামরিক বাহিনীর অভিযোগ, সোমবার (৮ নভেম্বর) সকালে থাইল্যান্ডের সিসাকেট প্রদেশে কম্বোডিয়ান বাহিনীর গুলিতে এক থাই সেনা নিহত ও চারজন আহত হয়েছেন। এরপরই বিমান হামলা চালিয়েছে তারা। অন্যদিকে কম্বোডিয়ার দাবি, থাই বাহিনীই প্রথমে হামলা চালায়।
সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ চলতি বছরের জুলাইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। পাঁচ দিন ধরে চলা ওই সংঘর্ষে বহু সেনা ও বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দক্ষিণ-পূর্ব এশীয় এই দুই দেশ অক্টোবরে এক যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। তবে তারপরও উত্তেজনা পুরোপুরি শেষ হয়নি।
সর্বশেষ সংঘর্ষের পর থাই প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কম্বোডিয়া সীমান্ত এলাকা থেকে দেশটির ৩৫ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে সরে গেছে। এ ছাড়া আরো অনেকে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে।
টেলিভিশনে দেওয়া ভাষণে থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেছেন, দেশের প্রতিরক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সামরিক অভিযান পরিচালনা করা হবে।
তিনি বলেন, ‘থাইল্যান্ড কখনো সহিংসতা চায়নি। আমি আবারও বলতে চাই, থাইল্যান্ড কখনো লড়াই বা আগ্রাসন শুরু করেনি। তবে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’
অন্যদিকে, কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা জানিয়েছেন, থাই সীমান্তের কাছে কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
রবিবার গুলি বিনিময়ের মাধ্যমে শুরু হয় সংঘর্ষ
নভেম্বরের শুরুর দিকে ল্যান্ড মাইনে কয়েকজন থাই সেনা আহত হওয়ার পর যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে ব্যাংকক। যদিও মাইন অপসারণে তাদের যৌথভাবে কাজ করার কথা, কিন্তু উভয় দেশই একে অপরকে দোষারোপ করে আসছে।
এর মধ্যে গতকাল (রবিবার) সীমান্তে আবারও এক দফা সংঘর্ষ ঘটে। এবারও একে অপরকে দোষারোপ করে দুপক্ষ।
থাই সেনাবাহিনী জানায়, কম্বোডিয়া থেকে চালানো গুলিতে দুই থাই সেনা আহত হয়। এরপর থাই বাহিনী পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিট ধরে চলে এই গোলাগুলি।
পরে থাই সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উইন্থাই সুবারি আজ (সোমবার) বলেন, কম্বোডিয়ার সেনারা থাই ভূখণ্ডের একাধিক স্থানে গুলি চালিয়েছে। এতে এক সেনা নিহত ও চারজন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।
‘কম্বোডিয়ার গোলাবর্ষণ দমন করতেই’ থাইল্যান্ডের বিমান বাহিনী কম্বোডিয়ার বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
অপরদিকে কম্বোডিয়ার পক্ষ থেকে বলা হয়, থাইল্যান্ড থেকেই প্রথমে গুলি চালানো হয়েছে। তাদের (কম্বোডিয়া) পক্ষ থেকে পাল্টা গুলি পর্যন্ত চালানো হয়নি।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা বলেন, ‘সোমবার থাই বাহিনীই কম্বোডিয়ার সেনাদের ওপর হামলা চালায়। প্রাথমিক আক্রমণের সময় কম্বোডিয়ার পক্ষ থেকে কোনো পাল্টা হামলা করা হয়নি।’
তিনি বলেন, ‘আমাদের দাবি, এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে—থাইল্যান্ড অবিলম্বে যেন এমন সব বৈরী তৎপরতা বন্ধ করে।’
এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সম্ভাব্য নতুন সংঘর্ষ এড়াতে যেকোনো প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত মালয়েশিয়া।
বিরোধের নেপথ্যে
থাইল্যান্ড ও কাম্বোডিয়ার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত বহু দশক ধরেই বিরোধপূর্ণ। এ বিরোধের মূল উৎস ১৯০৭ সালে ফরাসি উপনিবেশিক শাসনামলে আঁকা একটি মানচিত্র।
কম্বোডিয়াকে থাইল্যান্ড থেকে আলাদা করতে ওই মানচিত্র তৈরি করা হয়েছিল। ওই মানচিত্র ধরে কিছু এলাকা নিজেদের বলে দাবি করে কম্বোডিয়া। তবে মানচিত্রটি প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড।
এর মধ্যে সবচেয়ে বেশি বিরোধ রয়েছে প্রায় এক হাজার বছরের পুরোনো প্রেয়া ভিহেয়ার মন্দির নিয়ে। ১৯৬২ সালে কম্বোডিয়াকে এই মন্দির এলাকার মালিকানা দেয় আন্তর্জাতিক বিচার আদালত। যার ফরে দেশদুটির দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হয়ে পড়ে।
এরপর ২০১১ সালে নতুন করে সংঘর্ষ বাঁধে, যেখানে ২০ জনের মতো নিহত হন এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়। এরপর কম্বোডিয়া আবার বিচার আদালতের দ্বারস্থ হয় এবং ২০১৩ সালে আদালত আবারও তাদের পক্ষে রায় দেয়।
সম্প্রতি কম্বোডিয়া আবার আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয়েছিল। তবে আদালতের এখতিয়ার মানতে অস্বীকৃতি জানায় থাইল্যান্ড।
৫ ঘণ্টা আগে