খালেদ মাহমুদ মাসুদ
‘মৃত’ আনোয়ারা বেগম সশরীরে নির্বাচন কমিশনে, ফিরল যুবদল নেতার মনোনয়ন
মৃত সমর্থকের সই নেওয়ার অভিযোগে প্রার্থিতা হারানো ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁইয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে তা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাকে সমর্থনকারী হিসেবে সই করা ভোটার আনোয়ারাকে মৃত দাবি করে গত ৪ জানুয়ারি মাসুদের মনোয়ন বাতিল করেছিলেন ফেনী জেলা প্রাশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক।
মাসুদের আপিল শুনানিতে গতকাল (রবিবার) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে হাজির হয়েছিলেন আনোয়ারা বেগম। তাকে সশরীরে, জীবিত অবস্থায় পেয়ে এই স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা ফিরিয়ে দেয় কমিশন। শুনানিতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
প্রার্থিতা ফিরে পেয়ে খালেদ মাহমুদ বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ৫ শতাংশ ভোটারের সেই নেওয়ার নিয়ম। সেই অনুযায়ী আমি আনোয়ারা বেগম নামের একজন ভোটারের সই জমা দিয়েছিলাম। কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা আমার বিরুদ্ধে আনোয়ারা বেগম মৃত এবং মৃত মানুষের সই জাল করার অভিযোগ তুলে আমার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। অথচ যে আনোয়ারাকে মৃত দাবি করা হচ্ছে, তিনি সই-ই করতে পারতেন না। তিনি আঙুলের ছাপ ব্যবহার করতেন। তাই আমি মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করি। আপিল শুনানিতে মৃত দাবি করা আনোয়ারা কমিশনে হাজির হয়ে প্রমাণ দিয়েছেন, তিনি মরেননি। পরে নির্বাচন কমিশন সই যাচাই করে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।
প্রসঙ্গত, ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এই আসনে জামায়াতে ইসলামী থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনে আবেদন করেন জামায়াত প্রার্থী। তবে আপিল শুনানি শেষে কমিশন জামায়াত প্রার্থীর আবেদন খারিজ করে দিয়েছেন।
২১ ঘণ্টা আগে