নাসুম আহমেদ
আফগানিস্তানের বিপক্ষে ৬১ রানের জয় পেল বাংলাদেশ
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লিটন দাসের অর্ধশতক ও নাসুম আহমেদের অসাধারণ বোলিং নৈপুণ্যে ভর করে আফগানদের ৬১ রানে হারিয়েছে টাইগাররা। এ জয়ের ফলে সিরিজে ১-০ এতে এগিয়ে গেল স্বাগতিকরা।
বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক বাংলাদেশ।
শুরুটা ভালো করতে না পারলেও লিটন দাসের অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে বাংলাদেশ দল।
টাইগারদের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন লিটন দাস। তিনি ৪৪ বল খেলে দুই ছয় ও চার চারের মারে এ রান করেন। এছাড়া আফিফ হোসেন ২৫ রান এবং মুনিম শাহরিয়ার করেন ১৭ রান।
আরও পড়ুন: প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের হয়ে ফজল হক ফারুকি ও আজমতুল্লাহ ওমরজাই দুটি করে উইকেট নেন। এছাড়া রশিদ খান নেন একটি উইকেট।
বাংলাদেশের দেয়া ১৫৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৭ ওভার চার বলে সব ক’টি উইকেট হারিয়ে মাত্র ৯৪ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন নাজিবুল্লাহ জাদরান। এছাড়া আজমতুল্লাহ ওমরজাই ২০ রান এবং মোহাম্মদ নবী করেন ১৬ রান।
আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজ শুরু বৃহস্পতিবার, আফগানদের হারাতে চায় বাংলাদেশ
টাইগারদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন নাসুম আহমেদ। চার ওভার করে ১০ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। ম্যাচ সেরাও হয়েছেন এই বাঁহাতি স্পিনার।
এছাড়া শরিফুল ইসলাম তিনটি এবং সাকিব আল হাসান দুটি উইকেট নিয়েছেন।
এ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি একই ভেন্যুতে শনিবার অনুষ্ঠিত হবে।
১৪১৮ দিন আগে
দ্বিতীয় টি-টোয়েন্টি: টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টস জিতে প্রথমে ব্যাট করছে অস্ট্রেলিয়া। দুই দলই একাদশ অপরিবর্তিত রেখেছে।
মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ ২৩ রানে জয়লাভ করেছে। এটি ছিল অসিদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়।
বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ চার উইকেট নিয়ে টাইগারদের ঐতিহাসিক জয়ে অবদান রাখেন। এই সিরিজের আগে বাংলাদেশ টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট চারটি ম্যাচ খেলেছিল এবং সবগুলোতেই হেরেছে।
প্রথম ম্যাচে বাংলাদেশ মাত্র ১৩১ রান করে। এরপরও স্পিনারদের পারফরম্যান্সের উপর ভর করে ২৩ রানে জয় পায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ৫২ রান তুলেছে।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, মিচেল মার্শ, মোয়াসেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।
আরও পড়ুন: চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জয় টাইগারদের
মুশফিক ইস্যুতে অস্ট্রেলিয়ার সমালোচনায় ডমিঙ্গো
১৬২৯ দিন আগে
নিউজিল্যান্ড সফরের জন্য টাইগারদের দল ঘোষণা
আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৭৯৫ দিন আগে
আচরণবিধি ভঙ্গের দায়ে মুশফিককে জরিমানা করল বিসিবি
চলমান বঙ্গবন্ধু টি-২০ কাপে সোমবার বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশালের মাঝে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আচরণবিধি ভঙ্গের দায়ে মুশফিকুর রহিমকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
১৮৬১ দিন আগে
ক্ষমা চেয়ে মুশফিক বললেন, ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে দুইবার সতীর্থ নাসুম আহমেদকে মারতে উদ্যত হয়েছিলেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে মুশফিকের এমন আচরণ ভালোভাবে নেননি ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকরা। তবে শেষ পর্যন্ত বিষয়টি বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন তিনি।
১৮৬১ দিন আগে
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলে নতুন মুখ নাসুম
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২১৪৬ দিন আগে