অটোরিকশা চালক
চট্টগ্রামে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১০
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার মোহরা বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে।
এ সময় সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এদিকে সংঘর্ষের সময় অটোরিকশাচালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ৫ পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
কয়েকদিন ধরে গণহারে ব্যাটারিচালিত রিকশা আটকের প্রতিবাদে সকালে শতাধিক অটোরিকশাচালক কাপ্তাই রাস্তার মাথা থেকে বাহির সিগন্যাল এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন।
এ সময় তারা অটোরিকশা জব্দ ও বন্ধের প্রতিবাদে স্লোগান দেন। শুরু থেকে পুলিশ সেখানে অবস্থান করছিলেন। একপর্যায়ে পুলিশ তাদের সরাতে গেলে পুলিশের দিকে ইটপাটকেল ছোঁড়েন অবরোধকারীরা।
আরও পড়ুন: বনানীতে প্রাইম এশিয়া ভার্সিটিতে সংঘর্ষে শিক্ষার্থী নিহত
এরপর পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে অটোরিকশাচালকরা ঘটনাস্থল ত্যাগ করেন। সংঘর্ষের সময় চালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেছিলেন। তাদের সরিয়ে দিতে চাইলে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
২২৬ দিন আগে
ময়মনসিংহে অটোরিকশা চালকদের ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী ও যাত্রীরা।
জানা যায়, সম্প্রতি যানজট কমানোর জন্য শহরের নির্দিষ্ট ছয়টি সড়কে অটো চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন ও জেলা প্রশাসন।
সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকেই অটোরিকশা চালকদের এই ধর্মঘট চলছে।
জেলা অটোরিকশাচালক ও মালিক সমিতি এই ধর্মঘটের ডাক দেয়। এর ফলে অটোরিকশা না থাকায় অনেক রিকশাচালক দ্বিগুণ ভাড়া নিচ্ছেন।
এছাড়া ধর্মঘটের কারণে সকাল থেকে স্কুল-কলেজ ও অফিসগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
আরও পড়ুন: সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
এদিকে জনদুর্ভোগ এড়াতে নগরীতে পুলিশ ভ্যান দিয়ে বিনা ভাড়ায় স্কুল-কলেজ ও যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করতে দেখা গেছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ বলেন, ‘সকলের মতামত নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার রুট নির্ধারন করা
হয়েছে। আশাকরি উদ্ভুত পরিস্থিতির সমাধান খুব দ্রুতই হবে।’
৩১২ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ঝাঁপ দিয়ে অটোরিকশা চালকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানা পুকুরে ঝাঁপ দিয়ে হাদিসুর রহমান নামে (২৯) এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৮টার দিকে থানা পুকুর থেকে তার লাশ উদ্ধার করে সেনা সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
হাদিসুর সদর উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে শহরের পীরবাড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।
আরও পড়ুন: চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন শিশুসহ মা
স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্ত্রী শেফালী বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ইয়াবা সেবনের পর হাদিসুর দা হাতে বিভিন্ন ফ্ল্যাটের জানালায় কোপাতে থাকেন। পরে শুক্রবার সকালে শহরের সিও অফিস এলাকার পুকুরে ঝাঁপ দেন। সেখান থেকে উঠে সদর থানার ফটক ডিঙিয়ে থানা পুকুরেও ঝাঁপ দেন। সেখান থেকে উঠে না আসায় ফয়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা পুকুর থেকে হাদিসুরের লাশ উদ্ধার করে।
হাদিসুরের মা আলেয়া বেগম ও পরিবারের অভিযোগ, হাদিসুরের দ্বিতীয় স্ত্রী শেফালীর সঙ্গে তার আগের স্বামীর যোগযোগ নিয়ে প্রায়ই কলহ চলত। এমনকি আগের স্বামী মনির বর্তমান স্বামী হাদিসুরকে মারধরও করেছিল। এনিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তারা হাদিসুরের মৃত্যুর সঠিক তদন্ত দাবি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: জনরোষ থেকে বাঁচতে পানিতে ঝাঁপ, প্রাণ গেল আ.লীগ নেতার
গাইবান্ধায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা, বাঁচাতে গিয়ে শিক্ষার্থী নিহত
৪৬২ দিন আগে
সিলেটে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারী-শিশুসহ আরও চারজন।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সিলাম ইউনিয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বালাগঞ্জ উপজেলার গহরপুরের চরলাপুর এলাকার মৃত ফুরসত উল্লার ছেলে অটোরিকশা চালক বাবুল মিয়া (৬৫) এবং একই এলাকার আজমল আলীর ছেলে আনহার মিয়া (৪৫)।
আরও পড়ুন: ফেনীতে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২
এ দুর্ঘটনায় আহতরা হলেন-রেজাউল, সোনা মিয়া, রোজিনা ও আল আমীন।
এদের মধ্যে রোজিনার অবস্থা আশঙ্কাজনক বলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে থাকা নিহত বাবুল মিয়ার ছেলে সুজন মিয়া নিশ্চিত করেছেন।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিলেটের দক্ষিণ সুরমার সুলতানপুর-গহরপুর রোডের সিলাম ইউনিয়নের বটতলা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেট থেকে গহরপুর যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ এক যাত্রী নিহত হন। সিএনজিচালিত অটোরিকশায় নারী-শিশুসহ মোট ছয়জন ছিলেন। বাকি চারজন আহত হয়েছেন।
তাদেরকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: ফুলবাড়ীতে বাসের ধাক্কায় পিকআপ চালকসহ নিহত ৩
কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ নিহত ২
১০৫০ দিন আগে
সিলেটে ট্রেনে কাটা পড়ে অটোরিকশা চালকের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার মোগলাবাজার থানার লালমাটিয়া এ এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আলী হোসেন (৩৫) সিলেটের জকিগঞ্জের পশ্চিম বিলেরবন গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।
আরও পড়ুন: নাচোলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম।
তিনি বলেন, লালমাটিয়ায় রেললাইনের ওপর দিয়ে একটি ছোট রাস্তা গেছে। বিকাল ৩টার দিকে রেললাইন ক্রস করে সেই রাস্তা দিয়ে অটোরিকশা নিয়ে পার হতে গিয়ে সিলেটগামী ট্রেন সুরমা মেইলের নিচে পড়ে দ্বিখণ্ডিত হয়ে যান আলী হোসেন।
খবর পেয়ে মোগলাবাজার ও রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এসআই মাজেদুল ইসলাম আরও জানান, লাশ বর্তমানে রেলওয়ে থানায় রয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে।
আরও পড়ুন: ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লো রাজমিস্ত্রি
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু
১০৭৪ দিন আগে
নাগেশ্বরীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের ভাই-ভাই মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক শহীদ মিয়া (২৮) রায়গঞ্জ ইউনিয়নের নার্সারি পাড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: ফুলবাড়ীতে বাসের ধাক্কায় পিকআপ চালকসহ নিহত ৩
স্থানীয়রা জানান, অটোরিকশাটি রায়গঞ্জের ভাই-ভাই মোড় থেকে যাওয়ার পথে ভুরুঙ্গামারী থেকে আসা কুড়িগ্রামগামী একটি নৈশ কোচের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি ভেঙে যায়।
এ সময় অটোতে থাকা চালক শহীদ মিয়াসহ তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা অটো চালককে আহত অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া আহতরা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
তিনি বলেন, আমি হাসপাতালে আছি বিস্তারিত পরে জানাতে পারব।
আরও পড়ুন: দিনাজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
গাইবান্ধায় বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪
১০৭৮ দিন আগে
নারায়ণগঞ্জে ডোবা থেকে অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের চারদিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরপদি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় তার গলা কাটাসহ হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছিল।
অটোরিকশা চালক কায়েস (১৫) বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার বাসচালক কাশেম মিয়ার ছেলে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠে এলাকার পরিবেশ। ছেলে হারানোর শোকে বার বার মূর্ছা যাচ্ছেন মা শারমিন বেগম।
স্বজনরা জানান, বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে কায়েস। রাতে বাসায় ফিরে না আসায় পরদিন বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তার মা শারমিন বেগম বাদি হয়ে বন্দর থানায় সাধারণ ডায়েরি করেন।
এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কায়েসের কোন সন্ধান পাওয়া যায় নি।
এদিকে শনিবার দুপুরে বন্দর থানা পুলিশ কলাগাছিয়া ইউনিয়নের নরপদি এলাকায় ডোবা থেকে হাত পা বাঁধা অবস্থায় কায়েসের লাশ উদ্ধার করলে তার স্বজনরা গিয়ে শনাক্ত করেন।
আরও পড়ুন: বিদ্যুতের সাব স্টেশন থেকে যুবকের লাশ উদ্ধার
পরে ময়নাতদন্তের জন্য লাশ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা।
এলাকাবাসীর অভিযোগ, এই নির্জন এলাকাটি ছিনতাইকারী ও অপরাধীরা নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়ে দীর্ঘদিন যাবত নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে।
প্রায় সময় অটো ছিনতাই ও চালককে হত্যা করে লাশ ফেলে যাওয়া হয়। এছাড়া এলাকায় আইন শৃংখলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবিও করেন তারা।
ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার উপপরিদর্শক (এসআই) শিহাব আহমেদ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত হচ্ছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযানসহ নানা তৎপরতা ও মামলার প্রক্রিয়া চলছে।
তিন ভাইয়ের মধ্যে কায়েস দ্বিতীয়। গত পাঁচ বছর আগে বাবা কাশেম মিয়া আরেক বিয়ে করে ভারতে চলে গেলে মা শারমিন পরিবারের খরচ চালাতে গার্মেন্টস কারখানায় কাজ নেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে একই ঘর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার!
মায়ের সঙ্গে বাড়তি উপার্জন করতে হোসিয়ারি কারখানায় কাজ নেয় কায়েস ও তার বড় ভাই সায়মন।
তবে দু’মাস ধরে কারখানায় কাজ না থাকায় মাঝে মাঝে অটোরিকশা চালাতে শুরু করে কিশোর কায়েস।
আরও পড়ুন: চট্টগ্রামে নদীতে পড়ে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
বিদ্যুতের সাব স্টেশন থেকে যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামে নদীতে পড়ে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
১১৬১ দিন আগে
হাটহাজারীতে অটোরিকশা চালক খুন
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক অটোরিকশা চালককে খুন করা হয়েছে। সোমবার রাতে উপজেলার চৌধুরীহাট এলাকার দাতারাম সড়কের এলিট সিটি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত তারেক (১৮) নোয়াখালী জেলার হাতিয়ার বাসিন্দা বলে জানা গেছে। তিনি হাটহাজারী দক্ষিণ মাদার্শা ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় ভাড়ায় থাকতেন।
মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহরাওয়ার্দী জানান, রাত ৯টার দিকে খবর পেয়ে আমরা রাস্তার পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার করেছি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে কীভাবে মৃত্যু হয়েছে তা কেউ জানাতে পারেননি। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন: ফটিকছড়িতে পারিবারিক বিরোধে যুবককে গলা কেটে হত্যা!
উখিয়ায় রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা
১৩৮৯ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টায় পৌর শহরের মেড্ডার শ্মশান ঘাট এলাকার তিতাস নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মোফাস্সেল (২৫) উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে ও শহরের মেড্ডা এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: সাভারে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, ফজর নামাজের সময় মোফাস্সেলকে এক ব্যক্তি ফোন করেন। পরে ঘুম থেকে ওঠে অটোরিকশা নিয়ে বের হন। তার ঘণ্টা খানেক পরে মেড্ডার শ্মশান ঘাটের তিতাস নদীর পাড়ে একটি কড়ই গাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
নিহতের পরিবারে অভিযোগ, তাকে ডেকে নিয়ে হত্যার পর সেখানে ঝুলিয়ে রাখা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে মা-মেয়ের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর ঘটনার আসল রহস্য জানা যাবে।
১৪৬২ দিন আগে
বগুড়ায় জমি নিয়ে রিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
বগুড়া সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন নিহতের দুই ভাই ও ভাতিজা। শুক্রবার বেলা ১১টার দিকে জেলা সদরের লাহিড়ী পাড়া ইউনিয়নের রহমতবালা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহের আলী (৩৮) একই গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রহমতবালা গ্রামে সরকারি গুচ্ছ গ্রামের সঙ্গে রাস্তার জন্য দুই শতাংশ জমি নিয়ে একই গ্রামের জাহের আলী ও নুরুল আমিনের বিরোধ চলে আসছিল। পরে সালিসের সিদ্ধান্ত অনুযায়ী জমি মাপ ঝোঁক করার সময় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
এ সময় নুরুল আমিনের ছেলে সজিব জাহের আলীর পেটে ও বুকে ছুরিকাঘাত করে এবং তাকে উদ্ধার করতে গেলে জাহের আলীর ভাই আবু তাহের, বাদল ও বাদলের ছেলে ইসলামকে ছুরিকাঘাত করে সজিব পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে পাশের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহের আলী মারা যান।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনার পরপরই সজিব ও তার বাবাসহ পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে পালিয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
আরও পড়ুন: বগুড়ায় সব মন্দির ও পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত
বগুড়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
বগুড়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার
১৫০৫ দিন আগে