মফিজুর রহমান
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালকসহ চার জনের বিরুদ্ধে মামলা
নভোএয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ চারজনের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে মামলা দায়ের হয়েছে। চাকরি থেকে বেআইনিভাবে অব্যাহতি দেওয়ার অভিযোগ এনে মামলাটি করেছেন প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত কর্মী তাসনিম ফারহানাজ।
বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা প্রথম শ্রম আদালতে এ মামলা দায়ের করেছেন তিনি। আদালত বাদীর জবানবন্দি নিয়ে আসামিদের প্রতি নোটিশ জারি করেছে।
মামলায় অন্যান্য আসামিরা হলেন—নভোএয়ারের হিউম্যান রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান বিক্রয় ও বিপনন শাখার কর্মকর্তা মেসবাউল ইসলাম ও এইচআর বিভাগের জুনিয়র এক্সিকিউটিভ মশিউর রহমান শুভ। এ মামলার বাদীপক্ষের আইনজীবী সোমাইয়াদ শাহেরিয়া ফিদা এ তথ্য জানিয়েছেন।
মামলা সূত্রে জানা যায় , ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটিতে ‘জুনিয়র এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং’ পদে চাকরি করছিলেন তাসনিম ফারহানাজ। পরবর্তীতে স্থায়ীকরণ ও পদোন্নতি পান।
২০২১ সালের ২৯ অক্টোবর তাকে সম্মানসূচকভাবে পদোন্নতি দেওয়া হয়। তবে ২০২৫ সালের ১১ মার্চ তাকে কোনো প্রকার লিখিত নোটিশ ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়, যা তিনি বেআইনি এবং অন্যায় বলে দাবি করেন।
এ ঘটনায় বাদী ৩০ এপ্রিল নভোএয়ার কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠান। জবাবে নভোএয়ার কর্তৃপক্ষ তাকে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ ৫৫ হাজার ৫৩৬ টাকা পরিশোধের প্রস্তাব দেয়।
কিন্তু বাদীর দাবি, এই অর্থ যথেষ্ট নয় এবং তাকে বেআইনিভাবে চাকরি থেকে বাদ দেওয়ার ফলে তার কর্মজীবনের ধারাবাহিকতা ব্যাহত হয়েছে। তিনি পুনরায় চাকরিতে বহালের দাবিতে ডাকযোগে চিঠি দিলেও কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। মামলায় তিনি তার চাকরিতে পুনর্বহালসহ সকল বকেয়া বেতন ও সুবিধা দাবি করেছেন।
আরও পড়ুন: আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি
১৬৯ দিন আগে
নড়াইলে ২ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
নড়াইলে মফিজুর রহমান ও হযরত শেখ নামে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মফিজুরকে ২০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন ও মো. সাইফুল আলম এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: জয়পুরহাটে কলেজ শিক্ষক হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত হলেন- যশোর কোতোয়ালি থানার কচুয়া মোল্যাপাড়া এলাকার বাসিন্দা মফিজুর রহমান এবং খুলনা শহরের খানজাহান আলী থানার পাড়িয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা হজরত শেখ।
আদালতের অতিরিক্ত কৌঁসুলি আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, মফিজুর ২০১৩ সালে যশার মহাসড়ক নড়াইল সদর উপজেলার সিতারামপুর এলাকায় থেকে ২৩ বোতল ফেনসিডিলসহ ডিবি পুলিশের হাতে আটক হন। এদিকে, হজরত শেখও সদর উপজেলার চাঁচড়া এলাকা খেকে ২২ বোতল ফেনসিডিলসহ ধরা পড়ে। উভয় ঘটনায় সদর থানায় মামলা হয়। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে মফিজুর ও হযরতকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
আরও পড়ুন: ইয়াছিন হত্যাকাণ্ড: এক ভাইয়ের মৃত্যুদণ্ড ও অপরজনের যাবজ্জীবন
শিশু রিয়াদ হত্যা মামলা: ২৪ বছর পর ৪ জনের যাবজ্জীবন
৪৯২ দিন আগে
অস্ত্র মামলা: পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে রায় ঘোষণা ১২ অক্টোবর
ঢাকার একটি আদালত রবিবার নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় রায় ঘোষণার জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেছে।
১৮৯৫ দিন আগে
পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৯৪৯ দিন আগে
পাপিয়া ও তার স্বামী আবারও ১৫ দিনের রিমান্ডে
যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে বিমানবন্দর ও শের-ই-বাংলানগর থানার তিন মামলায় বুধবার আবারও ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার দুই আদালত।
২০৯৫ দিন আগে