টিভি
কিউকি সাস ভি কাভি বহু থি ২: তুলসী চরিত্রে ফের ছোট পর্দায় স্মৃতি ইরানি
গত ২৯শে জুলাই, ২০২৫ মুক্তি পেলো নন্দিত হিন্দি সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বহু থি’-এর দ্বিতীয় কিস্তি। কমেডি ঘরানার ধারাবাহিকটি প্রথম সম্প্রচারিত হয়েছিলো ২০০০ সালে। সেই থেকে ছোট পর্দায় একটানা দীর্ঘ ৮ বছরের রাজত্ব এই অপেরা সোপের। গল্প, চরিত্র, সংলাপ, ও সঙ্গীত; প্রতিটি ক্ষেত্রে সিরিজটির ছিলো স্বতন্ত্র পরিচিতি। এত বছর বাদে সোনালী দিনের সেই চরিত্রগুলোকে আবারও প্রাণবন্ত হতে দেখে নস্টালজিয়ায় ভাসছেন ভক্তরা। চলুন, সিরিজের পুরনো তারকাদের দলে নতুন নাট্যশিল্পী আর নির্মাণের নেপথ্যে থাকা নামগুলোর ব্যাপারে জেনে নেওয়া যাক।
নেপথ্যের কলাকুশলী ও অভিনয়শিল্পীরা
পরিবার কেন্দ্রিক ধারাবাহিকটি তৈরি করেছেন একতা কাপুর। প্রথম কিস্তির মতো এটিও নিজের প্রযোজনা প্রতিষ্ঠান বালাজী টেলিফিল্মসের ব্যানারেই তিনি তৈরি করেছেন। প্রযোজনা টিমে সাথে ছিলেন মা শোভা কাপুর। রচনায় ছিলেন রাজেশ জোশী, অনন্তিকা সাহির এবং ধীরাজ সার্না। পরিচালনা করেছেন মুজাম্মিল দেশাই এবং খাজা মুঘল।
‘কিউঙ্কি সাস ভি কাভি বহু থি’ থিম সং-এ এবারও শোনা গেছে প্রিয়া ভট্টাচার্যের সেই চিরচেনা কণ্ঠ।
শ্রেষ্ঠাংশে ‘তুলসী’ নিয়ে আবারও হাজির হয়েছেন স্মৃতি ইরানি। তার সাথে মিহির হিসেবে যথারীতি রয়েছেন অমর উপাধ্যায়। নতুন মুখগুলোর মধ্যে রয়েছেন শাগুন শর্মা, রোহিত সুচান্তি এবং আমান গান্ধী।
আরো পড়ুন: রণবীর কাপুর-যশের রামায়ন হতে যাচ্ছে ভারতীয় ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র
প্রথম পর্বের প্রিমিয়ার হয় স্টার প্লাস চ্যানেলে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারেও শোটি উন্মুক্ত করা হয়েছে।
পুরনো আবহে নতুন কলরব
শুরুতে স্নিগ্ধ সুরের পটভূমিতে সম্ভাষণ জানায় গণপতি মূর্তি। এই আধ্যাত্মিকতার রেশ ধরে একে একে উদ্ভাসিত হতে থাকে ভারতের প্রসিদ্ধ সব মন্দিরগুলো।
গল্পের চরিত্রগুলোকে স্বাগত জানানো শুরু হয় ভিরানী পরিবারের ঐশ্বর্যমন্ডিত পরিবর্তন দিয়ে। ভিরানীরা এখন আগের থেকে আরও বেশি ধন-দৌলত, প্রভাব ও প্রতিপত্তির অধিকারী। বিলাসিতায় কোনও ঘাটতি না থাকলেও কিছু জায়গায় সৃষ্টি হয়েছে শূন্যতা। প্রিয় চরিত্রগুলোর একজন, বাড়ির মাতামহ বা মারা গেছেন। এই চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত সুধা শিবপুরী।
মূখ্য চরিত্রগুলোর একজন তুলসীর শাশুড়ি সাবিতাও গত হয়েছেন। এই ভূমিকায় অভিনয় করেছিলেন আপারা মেহতা। অবশ্য তার উপস্থিতি একেবারে ম্লান হয়ে যায় নি। তুলসীর ৩৮তম বিবাহবার্ষিকীতে এক মর্মস্পর্শী মুহূর্তের অবতারণা ঘটে। সেখানে তুলসী দেখে যে তার শাশুড়ি মা তাকে আশীর্বাদ করছেন। সেই চির চেনা লাল বিন্দি এবং সুর্মা দেওয়া চোখ রাঙিয়ে মজার ছলে বকে দিচ্ছেন তাকে। যেন শাশুড়ির অবর্তমানে বেজায় সুখে থাকার জন্য বউকে ভর্ৎসনা করা হচ্ছে।
আরো পড়ুন: ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ ৩৫ লক্ষাধিক পেইড ভিউ: বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড
পুরো পরিবারটি এখন আগের থেকে বেশ ছোট। কেননা হেমন্ত এবং গৌতম শান্তি নিকেতন ছেড়ে চলে গেছেন। দুজনেরই হয়েছে আলাদা আলাদা সংসার। নতুন প্রজন্ম হয়ে মুগ্ধতা ছড়াচ্ছে পরী, অঙ্গদ, আর ঋত্বিক।
তুলসীর স্বামী মিহির এখন একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। তার প্রতিটি সকাল শুরু হয় কানে ব্লুটুথ আর স্ত্রীর হাতে বানানো প্রোটিন শেক-এ চুমুক দিয়ে।
কালেশ ওরফে গায়ত্রী চাচি এখনও তার পুরনো অভিযোগ নিয়ে পড়ে আছেন। কমলিকা গুহ ঠাকুর্তা অভিনীত এই চরিত্রটির তুলসী-মিহির দম্পতির উপর ভীষণ রাগ। তার অভিযোগ- তারা পরিবারের সবাইকে নির্বাসনে পাঠিয়ে আধুনিক সীতা আর রামের মতো এই পরিবারটাকে শাসন করে চলেছে।
শেষাংশ
একতা কাপুরের জনপ্রিয় সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বহু থি 2’ (দ্বিতীয় কিস্তি) বর্তমানে ভক্তদের অপার নস্টালজিয়ার কারণ। তুলসী চরিত্রে স্মৃতি ইরানির প্রত্যাবর্তন সোনালী যুগের নাট্য আবহকে মনে করিয়ে দিচ্ছে নাট্যপ্রেমিদের। এই মুগ্ধতাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে অপরিবর্তিত থাকা থিম সং। পুরনো তারকাদের দলে নতুন মুখগুলো পুরনো আবহে নতুন গল্পের পথ বাতলে দিচ্ছে। এটি কেবল নতুনত্বের হাতছানি নয়, একই সাথে সিরিজের স্বকীয়তা অটুট থাকার প্রচ্ছন্ন প্রেক্ষাপট।
আরো পড়ুন: হৃদরোগে ওউন্ড ব্যান্ডের ভোকালিস্ট এ কে রাতুলের মৃত্যু
১২৬ দিন আগে
ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ ৩৫ লক্ষাধিক পেইড ভিউ: বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড
ঈদুল আজহায় মুক্তির অনেক আগে থেকেই বিপুল উন্মাদনায় ভেসেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তরা। নিদেনপক্ষে ঈদের আগেই প্রি-বুকিংয়ের বিষয়টি তা স্পষ্টভাবে নিশ্চিত করেছে। আর ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ সম্প্রচারের ঘোষণা আসার পরপরই রম্য ধারাবাহিকটিকে ঘিরে হৈচৈটা যেন দ্বিগুন বেড়ে গেছে। দীর্ঘ দিন ধরে ভক্তদের জমে থাকা প্রত্যাশা কেবল পূরণ করেই ক্ষান্ত হয়নি। ওটিটি কন্টেন্টটি তার জনপ্রিয়তাকে নিয়ে গেছে রীতিমত মাইলফলকের পর্যায়ে। চলুন, ব্যাচেলর পয়েন্ট সিরিজটির নতুন সিজনকে (সিজন ৫) ঘিরে হৈচৈ-এর নেপথ্যের রহস্যটা উন্মোচন করা যাক।
‘ব্যাচেলর পয়েন্ট’ নতুন সিজন মুক্তি পরবর্তী প্রতিক্রিয়া
৭ জুন রাতেই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ থেকে একযোগে সম্প্রচারিত হয় ৮টি এপিসোড। পুরো ফ্র্যাঞ্চাইজিতে একসাথে নতুন ৮ পর্ব দেখার ঘটনা এটাই প্রথম। কুরবানী ঈদ উপলক্ষে এই অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পেয়েছেন এক শতাধিক দেশের বাংলা ভাষাভাষী দর্শক।
চমকের এখানেই শেষ নয়! এবারের সিজনটি অন্যান্যগুলোর মত দর্শকদের জন্য ফ্রি ছিলো না। বঙ্গ’র সাবস্ক্রিপশন কিনে তারপর দেখতে হয়েছে এপিসোডগুলো। কিন্তু এরপরেও মুক্তির পর থেকে মাত্র তিন দিনে এই পেইড ভিউ সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়ে গেছে। এপিসোডগুলো সব মিলিয়ে ওয়াচ টাইম পেয়েছে আড়াই কোটি মিনিটেরও বেশি।
আরো পড়ুন: ঈদুল আজহার সিনেমা নীলচক্র: আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর সাড়া জাগানো সাসপেন্স থ্রিলার
পূর্বে ওটিটিতে সর্বোচ্চ ওয়াচ টাইমের রেকর্ডটি ছিলো ধারাবাহিক ‘ফিমেল ৪’-এর দখলে। সেই তুলনায় ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর অর্জন তিনগুণ বেশি।
এটি একক ভাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ এবং বঙ্গ কন্টেন্ট প্রত্যেকটির জন্যই যুগান্তকারি রেকর্ড। সেই সাথে বাংলাদেশের সমগ্র ওটিটি ইন্ডাস্ট্রির জন্যও এটি এক নতুন ইতিহাস।
এবারের সিজনে পর্দার সামনে ও পেছনের কলাকুশলীরা
যথারীতি নির্দেশনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যের দিকটাও এবার দেখেছেন কাজল আরেফিন অমি। কাস্টিং-এও যথারীতি মুগ্ধতা ছড়িয়েছে পরিচিত মুখগুলো। এরা হলেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, চাষী আলম, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, সাবিলা নূর, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লামিমা লাম, এবং ইশতিয়াক আহমেদ রুমেল।
ডিজিটাল পার্টনার বঙ্গ’র পাশাপাশি প্রযোজনা টিমে ছিলো বুম ফিল্মস এবং টিভি পার্টনার চ্যানেল আই। নিবেদনে ছিলো ন্যাশনাল এগ্রিকেয়ার এবং সিগনেচার পার্টনার দ্যা প্যালেস।
আরো পড়ুন: ঈদুল আজহায় মুক্তি-প্রাপ্ত চলচ্চিত্র ‘উৎসব’: এক ঝাঁক শক্তিমান অভিনয়শিল্পীর এক অনবদ্য রম্য পরিবেশনা
টিভি ও ওটিটি মিলিয়ে এপিসোড সূচী
আগামী জুলাই মাসের ৩ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ’তে সিরিজের আরও ৮ এপিসোড মুক্তি পাবে। এর ২ ঘন্টা পর রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রচার করা হবে প্রথম এপিসোড। এর আধ ঘন্টা পরেই এপিসোডটি দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়।
৪ তারিখ শুক্রবার একই সময়ে প্রথমে বুম ফিল্মসের ইউটিউবে এবং আধ ঘন্টা পরে চ্যানেল আইতে প্রচারে যাবে দ্বিতীয় এপিসোড। এভাবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার ইউটিউব ও টিভিতে ধারাবাহিকের নতুন সিজনটি বিনামূল্যে দেখতে পারবেন দর্শকরা।
যারা আগে ভাগেই দেখে ফেলতে চান, তাদেরকে জুলাই থেকে প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার বঙ্গতে সাবস্ক্রাইব করতে হবে। এতে তারা সবার আগে নতুন ৮ পর্বের সবগুলো দেখতে পারবেন।
বিনামূল্যে দেখার জন্য পরের মাসের বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ইউটিউব ও টিভির পর্দায় চোখ রাখতে হবে।
আরো পড়ুন: শাকিব-সাবিলার ‘লিচুর বাগানে’কে ছাড়িয়ে জোভানের ‘আশিকি’
উল্লেখ্য যে, এখানে ওটিটির দর্শকদের জন্য কোনও এক্সটেন্ডেড ভার্সনের সুযোগ নেই। ওটিটিতে যা দেখানো হবে তা অপরিবর্তিত ভাবে টিভি ও ইউটিউবেও প্রচারিত হবে।
পরিশিষ্ট
ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর নতুন রেকর্ড বাংলাদেশের সমগ্র ওটিটি ইন্ডাস্ট্রির জন্য এক বিরাট অর্জন। নির্মাতা অমি একদিকে ধারাবাহিকভাবে তার ভক্তদের প্রত্যাশা পূরণ করলেন। অন্যদিকে এর মাধ্যমে সর্বাধিক চাহিদা সম্পন্ন কন্টেন্টের দৃষ্টান্ত উপস্থাপন করলেন। একই কাস্টিং নিয়ে জনপ্রিয় সিরিজ নির্মাণ দেশে এটাই প্রথম নয়। তবে বিশ্বায়নের যুগে সারা পৃথিবী থেকে এই বাংলা কন্টেন্ট উপভোগ করতে পারছেন নাট্যপ্রেমিরা। তাই ভিউ ও ওয়াচ টাইমের এই রেকর্ড সম ধারার সিরিজ নির্মাণের চর্চাকে আরও অগ্রসর করতে পারে।
আরো পড়ুন: ঈদুল আযহা ২০২৫ এ চরকিতে মুক্তি পাচ্ছে যে চলচ্চিত্রগুলো
১৭৫ দিন আগে
ঈদুল আযহা ২০২৫ এ দর্শক মাতাতে আসছে যে নাটকগুলো
বাংলাদেশে বিনোদন জগতের সবচেয়ে বড় মৌসুম হলো ঈদ। নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পীরা তাদের সেরা কাজ দেখানোর জন্য রীতিমত মুখিয়ে থাকেন এই সময়টির জন্য। ছোট পর্দার শিল্পীদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটে না। বরং পুরো ঈদ সপ্তাহ জুড়ে মহা সমারোহে সাজানো হয় নাট্যসূচী। টিভির পাশাপাশি ইউটিউব প্ল্যাটফর্মকে উদ্দেশ্য করেও নির্ধারিত হতে থাকে মুক্তির দিনক্ষণ। ২০২৫-এর ঈদুল আযহাতেও মুক্তি পাচ্ছে চমকপ্রদ সব নাটক। পারিবারিক আবেগে মোড়া কাহিনীর সাথে এগুলোতে সমন্বয় ঘটছে চিরাচরিত রোমান্টিক হাস্যরসের। তবে সবকিছুকে ছাপিয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে পুরনো ও উদীয়মান তারকাদের উপস্থিতি। চলুন, সেগুলোর মধ্য থেকে সেরা কয়েকটি নাটকের ব্যাপারে জেনে নেয়া যাক।
আসন্ন কুরবানী ঈদ ২০২৫ এ মুক্তির অপেক্ষায় যে নাটকগুলো
.
ক্ষতিপূরণ
সর্বাধিক আলোচিত শিরোনামটি হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ক্ষতিপূরণ। এর মাধ্যমে দ্বিতীয়বারের মত দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী। এবার তাকে দেখা যাবে ইয়াশ রোহানের বিপরীতে।
সিদ্দিক আহমেদ রচিত নাটকটির গল্পের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে নির্মাতারা জানিয়েছেন যে, এতে সন্তানের প্রতি মায়ের নিঃস্বার্থ ভালবাসার দিকটি প্রতিফলিত হয়েছে। সন্তানের জন্য একজন মায়ের ভালবাসা সকল পরিমাপের উর্ধ্বে। কোনও কিছু দিয়েই এই ঋণের শোধ হয় না। কেননা পৃথিবীর সবচেয়ে অমূল্য এই উপহারের যোগ্য কোনও প্রতিদান নেই।
আরো পড়ুন: ঈদুল আজহা ২০২৫ এ মুক্তির অপেক্ষায় যে বাংলাদেশি চলচ্চিত্রগুলো
এমনি আবেগঘন গল্পকে আরও গভীরতা এনে দিয়েছে আরফিন রুমির একটি গান। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর ও সঙ্গীতায়োজন করেছেন রুমি নিজেই। গানটির গীতিকার রবিউল ইসলাম জীবন।
নাটকটির অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরীফ ফারজানা বুশরা, এবং আয়মান শিমলা।
‘ক্ষতিপূরণ’ দেখতে চোখ রাখতে হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।
ক্যাফে’তে ভালবাসা
সমসাময়িক লেখক শফিক রিয়ানের এক হৃদয়গ্রাহী গল্পকে নাট্যরূপ দিয়েছেন আনিসুর রহমান রাজীব। নাটকের শিরোনাম- ক্যাফে’তে ভালবাসা, যার শ্রেষ্ঠাংশে রয়েছেন পার্থ শেখ এবং তানিয়া বৃষ্টি। রোমান্টিক ঘরানার নাটকটি তারুণ্যদ্বীপ্ত আবেগের উন্মুক্ত পরিস্ফূটনের দাবি রাখছে।
আরো পড়ুন: পুরুষদের ফরমাল পোশাক ও স্যুট বানানোর জনপ্রিয় কিছু দেশি ব্র্যান্ড
নাটকের বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন শামীম মোল্লা, আনোয়ার শাহ, মৌশিকা, মারিয়া তাবাসসুম এবং অপর্ণা অর্ন্না।
বোহেমিয়ান ঘোড়া
‘মহানগর’ ও ‘মোবারকনামা’র দর্শকরা খুব ভালভাবেই টের পেয়েছেন যে মোশাররফ করিম কেবল রম্য চরিত্রে সেরা নন। প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে যাওয়া এই অভিনেতা এবার আসছেন এক অপ্রত্যাশিত রূপে। ঈদ নাটক ‘বোহেমিয়ান ঘোড়া’তে তার ‘আব্বাস’ চরিত্রটি একদম হাস্যরসে ভরপুর। কিন্তু নির্দেশক যেখানে অমিতাভ রেজা চৌধুরী, তখন তো সেখানে ব্যতিক্রম কিছু থাকবেই।
নাটকের আব্বাস একজন ট্রাক চালক, যার জীবন সমূহ বিড়ম্বনায় পর্যুদস্ত। হাজার চেষ্টাতেও তার মুক্তি মেলে না আপদ থেকে। বরং আরও জড়িয়ে যেতে থাকে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার আবর্তে।
আরো পড়ুন: ঈদের কেনাকাটায় জনপ্রিয় ১০টি বাংলাদেশি পোশাক ব্র্যান্ড
এমনি পটভূমিতে মোশাররফ করিমের বিপরীতে দেখা যাবে এক ঝাঁক তারকা অভিনেত্রীকে।
তারা হচ্ছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুঁই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।
এ সিক্রেট অফ শিউলি
নারী-কেন্দ্রিক এই নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিঙ্কু। নাম ভূমিকায় রয়েছেন এ সময়ের দর্শকনন্দিত অভিনেত্রী তানজিন তিশা। নাট্য নির্মাণটির মধ্য দিয়ে প্রথমবারের মত তিশার সাথে একত্রে ফ্রেমবন্দি হয়েছেন মীর রাব্বি।
গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম এবং রোজি সিদ্দিকীর মতো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা।
আরো পড়ুন: অনলাইন ঈদ শপিং ২০২৫: ঘরে বসে কেনাকাটার জন্য তৈরি পোশাকের শীর্ষ ১০ ব্র্যান্ড
নাটকটি আসন্ন ঈদে বাংলাভিশন ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সংসার বিষের বড়ি
সন্তুষ্টি যখন সর্বদা নাগালের বাইরে, তখন সেখানে সুখী হওয়াটা কষ্টসাধ্য ব্যাপার। সংসারের আনাচে-কানাচে বিচ্ছিন্ন ভাবে আনন্দ লুকিয়ে থাকলেও তা প্রায়ই দৃষ্টি এড়িয়ে যায়। কখনও কখনও তা উদাত্ত ভাবে উপেক্ষা করা হয়। এমনি পটভূমিতে এগিয়ে যাবে ‘সংসার বিষের বড়ি’ নাটকের গল্প।
সুজিত বিশ্বাসের রচনায় এর পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।
পারিবারিক নাট্যকেন্দ্রিক এই গল্পের মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং তাসনুভা তিশা।
আরো পড়ুন: কক্সবাজার ইনানী সমুদ্রসৈকত ভ্রমণ: ঘুরে আসুন প্রবাল পাথুরে সৈকতে
নাটকটির প্রযোজনায় রয়েছে হাউস লাবনী ৪।
মায়াডোর
পরিবারের আবেগঘন বিষয়গুলো নিয়ে নির্মিত আরও একটি নির্মাণ ‘মায়াডোর’, যার নির্দেশনা দিয়েছেন ইমরাউল রাফাত। তারকা নির্ভর নাটকটি ইতোমধ্যে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর গল্প এগিয়ে যাবে জীবনের সামাজিক বন্ধন, সম্পর্ক এবং এগুলোর চারপাশে আবর্তিত প্রতিদিনে যাপিত জীবনকে উপজীব্য করে।
এর শ্রেষ্ঠাংশে রয়েছেন শ্যামল মাওলা, তানজিন তিশা, পার্থ শেখ, আয়েশা খান, সমু চৌধুরী এবং চিত্রলেখা গুহ।
‘মায়োডোর’-এর প্রিমিয়ার হবে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে।
আরো পড়ুন: ২০২৫ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
পূর্ণতায় তুমি
প্রখ্যাত নাট্যকার চয়নিকা চৌধুরীর ‘পূর্ণতায় তুমি’ এবারের প্রথম সারির রোমান্টিক নাটকগুলোর প্রতিনিধিত্ব করছে। নাটকের প্রধান চরিত্রে দেখা যাবে এ সময়ে সবচেয়ে পরিচিত মুখ নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমি। জনপ্রিয় এই জুটির সাথে চয়নিকা চৌধুরীর এটাই প্রথম কাজ।
চিত্রনাট্যে কাজ করেছেন ইফফাত আরেফিন মাহমুদ এবং প্রযোজনা প্রতিষ্ঠান টেলিহোম।
সহ-অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন অভিষেক সোহাগ এবং টুনটুনি।
আরো পড়ুন: পরিবহন পরিষেবায় অনলাইন টিকেট বুকিং ২০২৫: ঘরে বসে বাস, ট্রেন, ও বিমানের টিকেট কাটার উপায়
শেষাংশ
ঈদুল আযহা ২০২৫-এর এই নাটকগুলোর মুক্তির দিন কাছাকাছি আসার সাথে সাথে এগুলোকে ঘিরে বাড়ছে উৎসবমুখরতা। তন্মধ্যে সর্বাধিক প্রত্যাশিত শিরোনামগুলোর মধ্যে রয়েছে ‘ক্ষতিপূরণ’। এছাড়া মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’ এবং ‘সংসার বিষের বড়ি’ আলাদাভাবে আকর্ষণের খোরাক যোগাচ্ছে। ‘মায়াডোর’ এবং ‘পূর্ণতায় তুমি’তে পাওয়া যাবে পারিবারিক বন্ধনের সাথে প্রণয়াশ্রিত আবেগের পরিমিত সন্নিবেশ। রোমান্টিক গল্পপ্রেমিদের জন্য নতুন মুগ্ধতার দাবি রাখছে ‘ক্যাফে-তে ভালবাসা’ এবং ‘এ সিক্রেট অফ শিউলি’।
সব মিলিয়ে ছোট পর্দার এই আয়োজন বাংলাদেশি নাট্যপ্রেমিদের ঈদ বিনোদনে আকর্ষণীয় সংযোজন হতে চলেছে।
১৮৭ দিন আগে
সিআইডির এসিপি প্রদ্যুমানের বিদায়: সনি টিভির সেরা গোয়েন্দা সিরিজে আকস্মিক ছন্দপতন
এবার আর কোনও প্লট টুইস্ট নয়। চূড়ান্ত ভাবে জীবনাবসান ঘটলো ভারতের সনি টিভি ধারাবাহিক সিআইডির প্রধান চরিত্র এসিপি প্রদ্যুমানের। শিবাজী সাটম অভিনীত সর্বদা ভ্রু কুঁচকে থাকা চরিত্রটির জনপ্রিয়তা বিগত দুই যুগেরও বেশি সময় ধরে। তীক্ষ্ণ দৃষ্টি, দৃঢ় কণ্ঠস্বর এবং হৃদয়ে গেঁথে থাকা কালজয়ী সংলাপগুলো তাকে করে তুলেছিলো গোটা সিরিজের মধ্যমণি। ছোট পর্দায় হিন্দি ভাষার গোয়েন্দা নাটক মানেই সিআইডি, আর সিআইডি মানেই প্রদ্যুমান। চলুন, কিংবদন্তিতূল্য চরিত্র এসিপি প্রদ্যুমানের প্রস্থানের ঘটনাটি নিয়ে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
এসিপি প্রদ্যুমানের অন্তিম পর্ব: দ্যা ইন্ড অফ দ্যা ওয়াচ
গত ৫ এপ্রিল শনিবার ‘দি এন্ড অফ দ্যা ওয়াচ’ শিরোনামে সম্প্রচারিত হয় সিআইডি সিজন ২-এর ৩১-তম পর্ব। সেখানে সিআইডি দল অ্যাকশনে নামে দীর্ঘদিনের ফেরারি আসামী বারবোজাকে (তিগমাংশু ধুলিয়া) ধরার জন্য। ঘটনাচক্রে ধূর্ত বারবোজা সিআইডি দলনেতাকে ফাঁদে ফেলতে সক্ষম হয়। এরই পরিণতিতে এক শক্তিশালী বিস্ফোরণের শিকার হন এসিপি। বিস্ফোরণে তার কোনও ক্ষতি হয়েছে কিনা তা সরাসরি পর্দায় দেখানো না হলেও দৃশ্যে বোঝানো হয়েছে যে তার মৃত্যু ঘটেছে। স্বভাবতই এতে প্লট টুইস্টে তার বেঁচে ফেরার সমূহ সম্ভাবনা দেখেছে ভক্তরা।
কিন্তু সম্প্রচারের পর নির্মাতা প্রতিষ্ঠান সনি টিভি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রদ্যুমানের মৃত্যুকে আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করে। এছাড়া পূর্বে অভিনেতা শিবাজি সাটম চরিত্রটি থেকে তার সরে দাড়ানোর অভিমত ব্যক্ত করেছিলেন। একই সাথে চরিত্রটির ইতি টানা নিয়ে সনির ইতিবাচক অবস্থানের ব্যাপারে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছিলো। এবার নিশ্চিত ভাবেই পরিসমাপ্তি ঘটলো দুই যুগ পুরনো কিংবদন্তির চরিত্রটির।
আরো পড়ুন: ঈদুল ফিতর ২০২৫-এ ছোট পর্দার ঈদ আয়োজন: মুক্তির অপেক্ষায় শীর্ষ ১০টি নাটক
সিআইডি এবং গোয়েন্দা নাটকে প্রদ্যুমানের একাধিপত্য
অপরাধ, রহস্য, তদন্ত, গোয়েন্দা- এ সবকিছুর মিশেলে ধারাবাহিক সিআইডি’র যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে। আকর্ষণীয় প্লট, নাটকীয়তা, এবং গোয়েন্দাগিরিতে ভরপুর বিপি সিং রচিত থ্রিলারটি খুব কম সময়ের মধ্যেই একটি স্বতন্ত্র দর্শক শ্রেণী তৈরি করেছিল।
প্রদ্যুমানের সহশিল্পীরা ছিলেন দয়া (দয়ানন্দ শেঠি), অভিজিত (আদিত্য শ্রিভাস্তভ), ফ্রেডি (দীনেশ ফাড়নিস), এবং ডক্টর আরপি স্যালুন্খে (নরেন্দ্র গুপ্ত)। দলের প্রতিটি সদস্যেরই ছিলো নিজ নিজ বিশেষত্ব, যা দারুণ মুগ্ধতা সৃষ্টি করেছিলো দর্শকদের মাঝে।
সিআইডির পুরোপুরি ফর্মে ছিলো ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত দশকটিতে। সাটমের বলিষ্ঠ নির্দেশনা ও উপস্থিত বুদ্ধি রহস্যজট ছাড়ানোর মুহুর্তগুলোকে প্রাণবন্ত করে রাখতো। তার অন্তর্ভেদী দৃষ্টি যেন যে কোনও অপরাধীর মস্তিষ্কে কি চলছে তা নিমেষেই দেখতে পেতো। হিন্দি ভাষার নাট্যজগতে গোয়েন্দা কল্পকাহিনীর কেন্দ্রবিন্দুতে ছিলো সিআইডি। এর প্রায় পুরো কৃতিত্বটাই দেয়া যেতে পারে প্রদ্যুমান চরিত্রটিকে। তাই অন্য কোনও নাটক বা এমনকি সিনেমাতেও শিবাজীকে দেখা গেলে মনে হতো- এখনি হয়ত শুরু হয়ে যাবে তদন্ত।
আরো পড়ুন: ঈদুল ফিতর ২০২৫-এ ঢালিউডে মুক্তির অপেক্ষায় যে সকল বাংলাদেশি সিনেমা
তার “দয়া, দারওয়াজা ছোড় দো”-এর মতো সংলাপগুলো এই সোশ্যাল মিডিয়ার যুগেও ধরে রেখেছে সিআইডির জনপ্রিয়তাকে। স্পষ্ট সংকল্পের পাশাপাশি গভীর সহানুভূতির বৈচিত্র্যপূর্ণ সন্নিবেশ চরিত্রটিকে দিয়েছিলো গভীর মানবিকতা। এর ফলে গোটা ফ্র্যাঞ্চাইজিটি একটি নৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলো।
তাই চরিত্রটির এমন অনাকাঙ্ক্ষিত প্রয়াণ যে কোনও অনুগত ভক্তের জন্যই কষ্টদায়ক। তারই প্রতিফলন ঘটেছে সনির সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্টে। সেখানে সেই ভক্ত প্রতিক্রিয়া জানিয়েছিলেন- “এই আরআইপি (রেস্ট-ইন-পিস) কেবল এসিপি প্রদ্যুমানের নয়। এটি গোটা সিআইডির আরআইপি”।
চরিত্রের নেপথ্যের মানুষ
শিবাজি সাটম ভারতীয় নাট্যজগতের বহুল সমাদৃত এক অভিনেতা, যার ঝুলিতে রয়েছে কয়েক দশকের অভিজ্ঞতা। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও ছিলো তার সমান বিচরণ। তবে সে সবগুলোকে ছাড়িয়ে এই এসিপি অফিসারের চরিত্রটিই লক্ষ লক্ষ মানুষের হৃদয় কেড়েছিলো। এ প্রজন্মের ক্রাইম ঘরানার ভক্তরা তার আসল নাম না জানলেও অচিরেই তাকে স্বীকৃতি দেয় প্রদ্যুমান নামে।
আরো পড়ুন: ‘কৃশ ৪’-এর বিশাল বাজেটে অনিশ্চিত বিনিয়োগ, কেন সরে দাঁড়ালেন রাকেশ রোশান
এই চরিত্রের জন্য শিবাজি ২০০২ ও ২০০৩ সালে ভারতীয় টেলি অ্যাওয়ার্ডে এবং ২০১২ সালে গোল্ড অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পান।
২৪২ দিন আগে
ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ পণ্ড
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন ‘ইত্যাদি’র অনুষ্ঠানে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর ফলে নির্ধারিত সময়ের আগেই পণ্ড হয়ে যায় অনুষ্ঠানটি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় অবস্থিত রাজা টংকনাথের রাজবাড়িতে আয়োজিত ইত্যাদি অনুষ্ঠান ঘিরে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। এক পর্যায়ে অনুষ্ঠান সংক্ষিপ্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠানের বেশ কিছু হাতাহাতি ও ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
অনুষ্ঠান স্থগিত করার ঘোষণায় ‘ইত্যাদি’ পরিচালক হানিফ সংকেত বলেন, ‘অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম, তবে সেটা আর সম্ভব হলো না; পারলাম না, আমি ব্যর্থ।’
৩২৮ দিন আগে
ছোটপর্দায় একুশের বিশেষ আয়েজন
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের টেলিভিশনগুলো তাদের আয়োজন সাজিয়েছে বিশেষ মোড়কে। যেখানে রয়েছে নাটক, সিনেমা, গান, নৃত্য ও বিশেষ অনুষ্ঠান।
দেখে নেওয়া যাক কী রয়েছে সেই আয়োজনগুলোতে।
বিটিভি
মাতৃভাষা দিবসের বিশেষ নাটক ‘পরান পাখি’ প্রচারিত হবে রাত ৯টায়। এতে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, ঝুনা চৌধুরী, শিরিন বকুল, রেজমিন সেতু, ইভান, কাব্য, মনি, মেহরীন ও টুটুল চৌধুরী।
এছাড়াও চ্যানেলটিতে সারাদিন প্রচারের তালিকায় রয়েছে সংগীতানুষ্ঠান ‘ভাষার গান’, শিশুতোষ অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান ‘একুশ মানে মাথা নত না করা’। স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তির অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান ‘আমার বর্ণমালা’, বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন’, ‘কথা সাহিত্যে অমর একুশে’ প্রচারিত হবে।
এটিএন বাংলা
সকাল সাড়ে ৮টায় প্রচার হবে ‘বর্ণ সুবর্ণ’। সাড়ে ৯টায় দেখানো হবে ছোটদের নৃত্যানুষ্ঠান ‘আমি বাংলায় কথা কই’। সাড়ে ১০টায় প্রচার হবে কবিতা নিয়ে অনুষ্ঠান ‘আ মরি বাংলা ভাষা’।
আরও পড়ুন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘ইশারায় ভাষা শিক্ষার অভিধান’ চালু করল ইউএনডিপি
দুপুর ১টা ৫ মিনিটে দেখানো হবে নাটক ‘ইচ্ছেমত’। বেলা ৩টায় দেখানো হবে সিনেমা ‘বাংলা’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে তথ্যচিত্র ‘একুশ ১৯৫২’। ৮টা ৫০ মিনিটে দেখানো হবে নাটক ‘সময়ের গল্প’।রাত ১০টা ৫০ মিনিটে দেখানো হবে বিশেষ অনুষ্ঠান ‘ভাষা আমার’।
মাছরাঙা টেলিভিশন
সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে তথ্যচিত্র ‘স্মৃতির মিনার’। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নড়াইল থেকে সরাসরি সম্প্রচার হবে দীপশিখা প্রজ্জ্বলন অনুষ্ঠান ‘একুশের দ্বীপ জ্বেলে’। এ অনুষ্ঠানে এক লাখ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।
রাত সাড়ে ১০টায় রয়েছে বিশেষ নাটক ‘আমার বর্ণমালা’। সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদসহ আরও অনেকে।
চ্যানেল আই
চ্যানেল আইয়ের আয়োজনে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘একজনই সোহেল রানা’, সিনেমা ‘ফাগুন হাওয়ায়’, নাটক, ‘অঙ্গীকার’, ‘একুশ বছরে হৃদয়ে মাটি ও মানুষ’, ‘প্রকৃতির ভাষা’সহ বিভিন্ন অনুষ্ঠান।
সকাল সাড়ে ৭টায় চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি শিল্পী রথীন্দ্রনাথ রায়, ফকীর সিরাজ, পাখি বিশারদ ইনাম আল হকের অংশগ্রহণে দেখানো হবে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। সকাল সাড়ে ১১টায় প্রচার হবে ‘একুশের কবিতা’। দুপুর ১টা ২০ মিনিটে প্রচার হবে ‘একুশের লাল গোলাপ’।
আরও পড়ুন: শুটিংয়ে হবু বরের সঙ্গে পরিচয় মৌসুমীর
দুপুর আড়াইটায় দেখানো হবে ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। সিনেমাটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। অভিনয় করেছেন- নূশরাত ইমরোজ তিশা, সিয়াম, সাজু খাদেম, রওনক হাসান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, ভারতের যশপাল শর্মা প্রমুখ।
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ভাষা আন্দোলনের উপর নির্মিত নাটক ‘অঙ্গীকার‘। রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। রাত সাড়ে ১০ টায় দেখানো হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘প্রকৃতির ভাষা’।
দুরন্ত টিভি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুরন্ত টিভির বিশেষ আয়োজন ‘গুণীজন’। এতে এবারের অতিথি থাকবেন ভাষা সৈনিক ও শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দি। তার সঙ্গে গল্পে মাতবেন টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমসের মাসরুর রেজা ও নাজাহ আলাইনা।
দুরন্ত টিভি জানায়, মহীয়সী এই নারীর অভিজ্ঞতার যে ঋদ্ধ ভাণ্ডার, জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটাই তুলে ধরা হয়েছে অনুষ্ঠানে। বুধবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টা ৩০ মিনিটে এটি প্রচারিত হবে।
দুরন্ত টিভিতে আরও থাকছে সকাল ১০টায় ‘অ আ ক খ’, সকাল সাড়ে ১১টায় ‘একুশের গল্প’, বিকাল ৫টায় নাটক ‘ঝুটুম পাখির কথা’, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘আ মরি বাংলা ভাষা’ ও দুপুর ৩টায় সিনেমা ‘মানুষ’।
আরও পড়ুন: অমর একুশে: ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাভিশন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মাতৃভাষা বাংলা রক্ষার জন্য শহীদদের আত্মত্যাগ ও বিশ্বব্যাপী বাংলা ভাষার অবস্থানসহ আরো নানান দিক নিয়ে ‘দিন প্রতিদিন’ এর বিশেষ এই পর্ব।
উক্ত অনুষ্ঠানে অতিথি শিক্ষাবিদ আ আ ম স আরেফিন সিদ্দিক; বর্তমান সময়ের নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষা চর্চা ও মন-মননে ধারণ করার বিষয় নিয়ে আলোচনা করেছেন। নাবিলা মুস্তারি’র সঞ্চালনায় ও আফিয়া বৃষ্টির প্রযোজনায় ‘দিন প্রতিদিন’ এর বিশেষ পর্বটি বাংলাভিশনে প্রচার হবে ২১ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৮টা ৩০ মিনিটে।
মাতৃভাষা বাংলা রক্ষার জন্য শহীদদের আত্মত্যাগ ও ভাষা শহীদদের বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসার মাতৃভাষা’। উক্ত অনুষ্ঠানে অতিথি কথাশিল্পী ও শিক্ষাবিদ ড. সৈয়দ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানটি প্রচার হবে বিকেল ৫টা ৪০ মিনিটে।
আরও পড়ুন: আজ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতি
৬৫৩ দিন আগে
ভালোবাসা দিবস ২০২৪: মুক্তির অপেক্ষায় যেসব নাটক
ফাল্গুন ও প্রেমের সওগাত নিয়ে আসছে ভালোবাসার মহৌৎসব। বিশ্ব ভালোবাসা দিবসকে সাদরে বরণ করে নিতে সাজ সাজ রবে মুখরিত বিনোদন পাড়া। ছোট পর্দার পরতে পরতে বসন্তের শুভাগমন বর্ণীল আভা ছড়ালেও সব মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে প্রণয়ের রঙে। ইউটিউব ও টিভি চ্যানেলগুলোকে কেন্দ্র করে ১৪ ফেব্রুয়ারিতে মুক্তির মিছিলে শামিল হওয়া মৌলিক নাটকগুলো যেন তারই পরিবেশনা। এই উন্মাদনা টিজার, ট্রেলার ও পোস্টারের বাহনে চেপে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে নেটিজেনদের প্রতীক্ষা ও আলোচনায়। চলুন, সেগুলোর মধ্যে সর্বাধিক প্রত্যাশিত কয়েকটি ভ্যালেন্টাইন’স ডে’র নাটকের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভালোবাসা দিবস ২০২৪-এর যে ১০টি নাটক দর্শকনন্দিত হওয়ার অপেক্ষায়
ভ্লগার মিতু
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর প্রযোজনায় ক্লোজআপ এবার নিয়ে আসছে তিনটি ভ্যালেন্টাইন স্পেশাল। সিনেমাওয়ালার ব্যানারে এই নাটকগুলো নির্মিত হয়েছে তিনজন তরুণ নির্মাতার নির্দেশনায়। তন্মধ্যে হাসিব হোসেন রাখি পরিচালিত ‘মন দুয়ারে’ সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ভ্যালেন্টাইন্স ডে-এর আগের দিন, আর পরের দিন প্রকাশিত হবে সাজ্জাদ হোসাইন বাপ্পীর ‘তুমিহীনা’। ভ্যালেন্টাইন্স ডে-এর জন্য রাখা হয়েছে রাফাত মজুমদার রিংকুর ‘ব্লগার মিতু’, যার নাম ভূমিকায় রয়েছেন কেয়া পায়েল।
দেশ সেরা ভ্লগার মিতুকে নিয়ে ভ্লগ বানাতে সরাসরি একদম বাসায় এসে উপস্থিত এক ভ্রমণ ভ্লগার। এই ভ্রমণ ভ্লগারের ভূমিকায় উপস্থিত হবেন ইয়াশ রোহান।
আরও পড়ুন: আহমেদ রুবেল: একজন প্রথিতযশা অভিনয়শিল্পী
শুরুটা তিক্ততা দিয়ে শুরু হলেও ক্রমশ এই দুই ভ্লগারের সম্পর্ক প্রণয়ে রূপ নেয়। কিন্তু বাধ সেধে বসে গ্রামবাসী। প্রতিকূলতা আরও বেড়ে যায় যখন তাতে অনুপ্রবেশ ঘটে তৃতীয় পক্ষের।
এমনি গল্প নিয়ে এগিয়েছে নাটকের কাহিনী। এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মিলি বাশার, রিফাত জাহান, আনোয়ার হোসেন, ডিকন নূর, রিয়াজ রাজ প্রমুখ।
নাটকের চিত্রগ্রহণে ছিলেন কামরুল ইসলাম শুভ, আবহ সঙ্গীতে সজিব দাস এবং রঙ বিন্যাস ও সম্পাদনায় রাশেদ রাব্বি।
পাষাণ
চেহারা ঝলসানো অবস্থায় বেশ কিছু দিন ধরেই নেটিজেনদের বিস্ময়ের খোরাক যোগাচ্ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সেটি আর কিছুই নয়, মেহেদি হাসান হৃদয় রচিত ও পরিচালিত পাষাণ নাটকের শ্যূটিং।
বস্তিতে থাকা এক দম্পতি তাদের অভাবের সংসার চালাতে দুজনেই কাজ করে। স্বামী সেলুনে আর স্ত্রী বাড়ীতে থেকেই সেলাইয়ের কাজ করেন। টানাটানির সংসারে ভালোবাসার দিনকে সামনে রেখে দুজনেই মনস্থির করেন- একে অন্যকে উপহার দিয়ে চমকে দিবেন। কিন্তু তার আগে ভাগ্যই তাদেরকে সবচেয়ে বড় চমকের সম্মুখীন করে। হঠাৎ বস্তিতে আগুন লেগে ঝলসে যায় স্ত্রীর চেহারা। এর পরবর্তীতে ঘটনাকে উপজীব্য করেই এক অসামান্য প্রেম ও আবেগের গল্প বলেছে পাষাণ নাটক।
আরও পড়ুন: ভ্যালেন্টাইন’স ডে উদযাপনের সেরা গন্তব্য: ঢাকার কাছেই ১০ রিসোর্ট
স্বামীর চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের ব্যস্ততম অভিনেতা মুশফিক আর ফারহান। অন্যান্যদের মধ্যে রয়েছেন আবুল হায়াত ও আজিজুল হাকিম। সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন বিকাশ সাহা। নাটকটি দর্শক দেখতে পারবেন ভালোবাসা দিবসে রাত ৮টায় আরটিভির পর্দায়।
বুক পকেটের গল্প
‘অচেনা অতিথি’, ‘কতিপয় সুখের খোঁজে’ এবং ‘তোমায় ফিরে পাবো?’ এই তিন গল্পের এক অ্যান্থলজি বুক পকেটের গল্প। কেএস এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের প্রযোজনায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। গল্প ভিন্ন হলেও চিত্রপটে রয়েছে ভালো লাগা, প্রেম ও বিরহ।
নাটকের অভিনয় শিল্পীরা হলেন মীর রাব্বী, শাশ্বত দত্ত, তাহিয়া তাজিন খান আইশা, প্রিয়ন্তী উর্বী, আবু হুরায়রা তানভীর, এবং মারিয়া হোসেন শান্ত।
শাশ্বতর চরিত্রের নাম মাহিন, আইশার চরিত্র মালিহা, মাহফুজ নামে থাকবেন রাব্বী, মারিয়ার চরিত্র মেঘলা, নবনী হিসেবে উর্বী এবং তানভীর থাকবেন সায়মন চরিত্রে।
আরও পড়ুন: বলিউড স্টাইল আইকন হৃত্বিক রোশনের যে সিনেমাগুলো ২০২৪ সালে মুক্তির অপেক্ষায়
নাটকটির সিনেমাটোগ্রাফিতে আছেন ভাস্কর জনি, আবহ সঙ্গীতে সৈয়দ নাফিস এবং রঙ, সম্পাদনা এবং ভিজুয়াল ইফেক্টে অর্ণব হাসনাত। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় নাটকটি মুক্তি পাবে কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।
শিউলি ফুল
বৃষ্টি, কবিতা, প্রেয়সী, প্রেমিকের মুগ্ধ চাহনী; সব মিলিয়ে নিরঙ্কুশ প্রেমের নাটক হলেও চমকপ্রদ ক্লাইমেক্সের হাতছানি দিচ্ছে শিউলি ফুল নাটকের ট্রেইলার। মাসুম শাহরিয়ারের গল্পে নাটকটির নির্দেশনা দিয়েছেন এল আর সোহেল।
রোমান্টিক দৃশ্যে তানজিন তিশা পরিচিত মুখ হলেও অনেক দিন বাদে গম্ভীর রোমান্টিক চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। অন্যান্য ভূমিকায় আছেন নরেশ ভূঁইয়া, আমিনুর রহমান বাচ্চু, এম কে এইচ পামির, এবং মেহেদী হাসান পিয়াল।
চিত্রগ্রহণে রয়েছেন সুমন হোসাইন, এবং গান ও আবহ সঙ্গীতে শাহরিয়ার আলম মার্সেল। নাটকটি ১৪ ফেব্রুয়ারী রাত ১০ টায় একযোগে সম্প্রচারিত হবে দীপ্ত টিভি, দ্বীপ্তপ্লে ওটিটি প্ল্যাটফর্মে, এবং দ্বীপ্ত নাটক ইউটিউব চ্যানেল।
আরও পড়ুন: টুয়েলভথ ফেইলের মতো অনুপ্রেরণা সৃষ্টিকারী ১০ সিনেমা
রঙ রাধিয়া
নিজের অবচেতনে রাধিয়া নামের এক কাল্পনিক মেয়ের ছবি আঁকে এক চিত্রকর। প্রদর্শনীর পর থেকে ছবিটি বেশ খ্যাতিও পেয়ে যায়। তবে সেই খ্যাতির রেশ বিস্ময়ে পরিণত হয় যখন ছবিটি সত্যি সত্যি মিলে যায় বাস্তবে রক্ত-মাংসে গড়া এক মেয়ের সঙ্গে।
এমনই চিত্তাকর্ষক গল্প নিয়ে চিত্রনাট্য লিখেছেন আসাদুজ্জামান সোহাগ আর তা দিয়ে নাটক বানিয়েছেন হাসান রেজাউল। চিত্রকরের চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। আর রাধিয়ার বাস্তব সংস্করণ হিসেবে থাকছেন বর্তমান সময়ের উদীয়মান তারকা তানজিম সাইয়ারা তটিনীকে।
সহশিল্পী হিসেবে রয়েছেন সাবেরী আলম, আনোয়ার শাহী, এজাজ বারী, রুবাইয়া এশা, ইহতেশাম আহমেদ এবং তমাল।
আবহ সঙ্গীতে ছিলেন আপেল মাহমুদ এমিল, চিত্রগ্রহণে বিদ্রোহী দীপন, এবং রঙ ও সম্পাদনায় অমিতাভ মজুমদার। নাটকটি দেখানো হবে এনটিভিতে ভালোবাসা দিবস রাত ৯টা ৩০ মিনিটে।
আরও পড়ুন: শিশুদের জন্য বিনোদনমূলক যত বাংলা ইউটিউব কার্টুন চ্যানেল
৬৬১ দিন আগে
শুটিংয়ে হবু বরের সঙ্গে পরিচয় মৌসুমীর
সম্প্রতি গুঞ্জন উঠেছিল বিয়ে করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সরাসরি কিছুই জানাননি এই তারকা। তবে শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হলো। গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।
বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মৌসুমীর গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এরইমধ্যে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সহকর্মীরাও তাকে অভিনন্দন জানাচ্ছেন।
জানা যায়, বন্ধু আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছেন তিনি।
মৌসুমী হামিদ গণমাধ্যমে জানান, দুই বছর আগে পরিচালক গোলাম সোহরাব দোদুল পরিচালিত একটি কাজ করতে গিয়ে আবু সাইয়িদ রানার সঙ্গে পরিচয় হয়। এরপর "গুটি" সিরিজে কাজ করতে গিয়ে সম্পর্কের গভীরতা তৈরি হয়। লেখালেখির পাশাপাশি নির্মাণের সঙ্গেও যুক্ত রানা।
১২ জানুয়ারি (শুক্রবার) তাদের বিয়ে সম্পন্ন হবে বলে গণমাধ্যমে জানিয়েছেন মৌসুমী হামিদ।
উল্লেখ্য, মৌসুমী হামিদ ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার্স-আপ হয়েছিলেন। নাটক ও সিনেমায় নিয়মিত কাজ করছেন এখনো।
৬৯৩ দিন আগে
শিশুদের জন্য বিনোদনমূলক যত বাংলা ইউটিউব কার্টুন চ্যানেল
শুধু বিনোদনের জন্য নয়, শিশুদের ভাষা বিকাশ এবং জ্ঞানভিত্তিক দক্ষতা অর্জনের জন্যও বিশ্বজুড়ে বহুল প্রচলিত একটি অনুষ্ঠান হচ্ছে কার্টুন। দ্বিমাত্রিক এই চলচ্চিত্রকলার ধারা বাংলা ভাষাতেও খুব একটা নতুন নয়। কিন্তু ইউটিউবে বাংলা কার্টুনের পদচারণা সর্বোচ্চ এক দশক আগে। সেই থেকে বাংলা ভাষার পাশাপাশি শিশুদের স্বাভাবিক ক্রমবিকাশের জন্য বিরাট অবদান রেখে চলেছে এই কন্টেন্টগুলো। আজকের নিবন্ধটি তেমনি কিছু শিশুতোষ ইউটিউব কার্টুন চ্যানেল নিয়ে। চলুন দেখে নেওয়া যাক-শীর্ষস্থানীয় ইউটিউব কিডস বাংলা চ্যানেলগুলো।
বাংলা ভাষায় শিশুদের জন্য মজার কিছু ইউটিউব কার্টুন চ্যানেল
ইনফোবেলস বাংলা
সব বয়সের শিশুদের সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধকে উন্নত করার লক্ষ্যে রীতিমতো এক সৃজনশীল দল গঠন করেছেন কুবের নটরাজন এবং তার স্ত্রী জয়লক্ষ্মী কুবের। ইনফোবেলস বাংলা তাদেরই ব্রেইনচাইল্ড।
বাংলার মানুষের মুখে মুখে খ্যাতি পাওয়া ছড়া ও গানগুলোকে আকর্ষণীয়ভাবে প্রকাশের উদ্দেশ্য নিয়ে ভারতের কর্ণাটকভিত্তিক চ্যানেলটি শুরু হয় ২০১৬ সালের ১৩ জুন। সেই থেকে এখন পর্যন্ত পুরো কুবের টিম ভিডিও প্রকাশ করেছে মোট ৪০৬টি। ৭ বছরের অক্লান্ত পরিশ্রমের সুফল স্বরূপ তারা পেয়েছেন ১৭ কোটি ৪০ লাখ গ্রাহকের এক বিশাল পরিবার। সর্বমোট ৮ দশমকি ৮৫ বিলিয়ন ভিউ পাওয়া ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাড়া মিলেছে লালাজি চরিত্রের গল্পগুলোতে।
বেঙ্গলি ফেয়ারি টেল্স
অনলাইনে কার্টুন গল্পের চিত্তাকর্ষক বিষয়টিকে সবচেয়ে সফলভাবে উপজীব্য করতে পেরেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ইউটিউব চ্যানেলটি। ২০১৬ সালের ৬ জুন থেকে বাংলা ভাষাভাষি নেটিজেনদের কাছে স্বনামধন্য একটি নাম বেঙ্গলি ফেয়ারি টেল্স।
আরো পড়ুন: কড়ক সিং: জয়ার প্রথম হিন্দি সিনেমা আসছে ওটিটির পর্দায়
তারা নামকরা সব বিদেশি রূপকথাগুলোর বাংলা ভার্সন নিয়ে তৈরি করেছে ৬৬৬টি ভিডিওর বিশাল এক সংগ্রহশালা। এখানে আছে স্লিপিং বিউটি থেকে শুরু করে আগলি ডাকলিং বা কুৎসিত হাঁসের বাচ্চা, জেলে ও তার স্ত্রী, থাম্বেলিনা, ও সিনডারেলার মতো কল্পকাহিনী।
তাদের মোট গ্রাহক সংখ্যা ৮ কোটি ৬০ লাখ এবং শুরু থেকে এ পর্যন্ত সব ভিডিওতে পাওয়া ভিউ সংখ্যা ৪ দশমিক ২৬ বিলিয়ন।
কিডস টিভি বাংলা-নার্সারি রাইমস
ভারতের কিডস টিভি ২০১৫ সালের ১৬ জুলাই থেকে তাদের বিনোদন প্রচার সেবা প্রসারিত করেছে বাংলা ভাষাভাষিদের জন্যও। বিশ্ব জোড়া প্রতিটি বাবা-মার মুখে নার্সারি রাইমস মানেই এখন কিডস টিভি বাংলা।
তবে শুধু ছড়া আর গান নয়; মজার মজার কিছু বুদ্ধিবৃত্তিক খেলা নিয়ে ৭৭১টি ভিডিওর সমৃদ্ধ এক রিসোর্চ এই চ্যানেল। দীর্ঘ ৮ বছরের স্ট্রীমিং কার্যক্রমে তাদের অর্জন ১৭ লক্ষাধিক গ্রাহক এবং ৭২২ মিলিয়নের বেশি ভিউ।
ইনরেকো চিলড্রেন
চমকপ্রদ কন্টেন্টের মাধ্যমে বাংলার লোক সাহিত্যের গল্প, ধাঁধা, প্রবাদ-প্রবচন ও গানকে অনবদ্যভাবে তুলে এনেছে এই ভারতীয় ইউটিউব চ্যানেলটি। ১৩ লাখ ৬০ হাজার সাবস্ক্রাইবারের বিশাল পরিবারের শুরুটা ছিলো ২০১৪ সালের ২১ মে। তারপর থেকে সুদীর্ঘ ৯ বছরে মোট কন্টেন্ট সংখ্যা দাঁড়িয়েছে ২০৪টি। এগুলোর সবকটিতেই গানের কথা লিখেছেন সলিল চৌধুরী এবং কন্ঠ দিয়েছেন অন্তরা চৌধুরী।
আরো পড়ুন: ফের আরটিভিতে সিসিমপুর
এ পর্যন্ত ভিডিওগুলো ভিউ পেয়েছে ৬৫৪ মিলিয়নেরও অধিক এবং এখনও মুগ্ধতা ছড়িয়ে চলেছে প্রতিটি শিশুর মাঝে।
কিডিজ টিভি বাংলা
বাংলাতে বাচ্চাদেরকে বর্ণমালা ও রঙ চেনানোসহ বিভিন্ন ধরনের মজার এনিমেশনের অভিজ্ঞতার জন্য দেখতে হবে কিডিজের কন্টেন্টগুলো। ভারতীয় ইউটিউব চ্যানেলটি ২০১৭ সালের ১৭ অক্টোবর থেকে প্রকাশ করে আসছে এমন বিস্ময়কর চিত্রনাট্যগুলো। ১৪৬টি ভিডিওর প্রতিটিতেই বাচ্চাদের জন্য রয়েছে আনন্দ ও চমকের মাধ্যমে যে কোনও কিছু শিখে নেয়ার রসদ।
২ দশমিক ০৩ বিলিয়নের অধিক ভিউ পাওয়া ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে দর্শকপ্রিয়তা পেয়েছে হাম্পটি রেইলগাড়ি চরিত্রটি। চ্যানেলের মোট গ্রাহক সংখ্যা ৫০ লাখ ৭ হাজার।
চুচুটিভি বাংলা
২০১৯ সালের ১ আগস্ট ভারত থেকে চ্যানেলটি তার কার্যক্রম শুরু করার পর থেকেই এর হাস্যরস ও নির্মল আনন্দ নিয়ে বেশ সাড়া পড়ে যায়। সব বয়সের এমনকি বাড়ন্ত বয়সের শিশুদেরও নজর কেড়ে ফেলে খুব কম সময়ের মধ্যেই। ৭০ লাখ ৯৬ হাজার গ্রাহক এবং ৪ দশমিক ৭৬ বিলিয়ন ভিউ সে কথাই সমস্বরে জানান দিচ্ছে। ৪ বছরে তাদের মোট ভিডিও ৩১৮টি। যেগুলো এখনও সুনামের সঙ্গে চ্যানেলের নাম ধরে রেখেছে।
আরো পড়ুন: সিনেমা ২০২৩: আলাচনায় শুধু ঈদের সিনেমা
৬৯৬ দিন আগে
ফের আরটিভিতে সিসিমপুর
ফের আরটিভিতে ফিরছে শিশুতোষ শিক্ষা ও বিনোদনমূলক জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিসিমপুর।
আসছে বছরের ৬ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি শনি, রবি ও সোমবার বিকাল ৫ টায় আরটিভিতে প্রচারিত হবে সিসিমপুর।
আরও পড়ুন: অপু বিশ্বাসের ভুল স্বীকার
যা মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার একই সময়ে পুনঃপ্রচারিত হবে। অর্থাৎ সপ্তাহে ছয়দিন বিকাল ৫ টায় শিশুরা আরটিভির পর্দায় দেখতে পাবে সিসিমপুর।
সম্প্রতি সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ডিস্ট্রিবিউশান পার্টনার ওয়াটারমার্ক এমসিএলের সঙ্গে আরটিভি’র এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
আরও পড়ুন: ফুড ব্লগার বা ভ্লগার হিসেবে ক্যারিয়ার গড়ার উপায়
আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এবং ওয়াটারমার্ক এমসিএলের ব্যাবস্থাপনা পরিচালক পলাশ মিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এসময় সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলমসহ তিন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ৩ বছর পর দেশে শাবনূর, ‘মাতাল হাওয়ায়’ থাকছেন তিনি
উল্লেখ্য, বাংলাদেশে সিসিমপুরের সব কার্যক্রম উন্নয়ন ও বাস্তবায়নে শুরু থেকে সহায়তা করে আসছে ইউএসএআইডি, বাংলাদেশ।
৭১৫ দিন আগে