���������������
সিলেটের কানাইঘাটে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের মা সজনা বেগমের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাবার বাড়ির বসত ঘরের দ্বিতীয় তলার একটি কক্ষে তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সজনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সজনা বেগম বীরদল মাঝপাড়া গ্রামের সৌদিআরব প্রবাসী শরিফ উদ্দিনের স্ত্রী। তার মৃত্যু নিয়ে এলাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
আরও পড়ুন: সিলেটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মিলল যুবকের ঝুলন্ত লাশ
স্থানীয়রা জানান, স্বামী প্রবাসে থাকায় তাদের ৬ বছরের এক ছেলে ও ৪ বছরের এক মেয়েকে স্থানীয় এক কিন্ডারগার্টেনের শিক্ষককে দিয়ে প্রাইভেট পড়াতেন। এই সুবাদে সজনা বেগম পরকীয়ায় জড়িয়ে পড়লে প্রবাসী স্বামী শরিফ উদ্দিনের সঙ্গে তার মনোমালিন্য দেখা দেয়। এতে সংসারে অশান্তি দেখা দিলে সপ্তাহ কিছুদিন আগে সজনা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন।
এ ব্যাপারে নিহতের বাবার ও স্বামীর বাড়ির লোকজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সহকারী পুলিশ সুপার (এএসপি) অলক কান্তি শর্মা বলেন, সজনা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে।
আরও পড়ুন: সিলেটে নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ওসমানী হাসপাতালের সিঁড়ি থেকে পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে হাসপাতালের পরিবার পরিকল্পনা অফিসের সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. আলী হোসেন (৫২) ঢাকার আশুলিয়ার কুন্দলবাগ এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে। তিনি ওসমানী হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, আলী হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিবার পরিকল্পনা অফিসের সিঁড়িতে তাকে পড়ে থাকতে দেখেন চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নদী থেকে মা ও দুই ছেলে হাত বাঁধা লাশ উদ্ধার
পরে ঘটনাটি কোতোয়ালি মডেল থানা পুলিশকে জানান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পাশ থেকে একটি কীটনাশকের বোতল পাওয়া যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন। লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়ায় প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।
লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ছেলেকে বাঁচানোর ১৭ ঘণ্টা পর নিখোঁজ মায়ের লাশ উদ্ধার
সিলেটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
কোম্পানীগঞ্জে ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ, গ্রেপ্তার ২
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ১১০ শত পিস ভারতীয় শাড়ি ও ১৪৪ পিস ভারতীয় লেহেঙ্গা জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ২ জন হলো- উপজেলার কাঠালবাড়ী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে রিয়াজ মিয়া ও একই গ্রামের মো. ইব্রাহিম মিয়ার ছেলে মো. ইসমাইল মিয়া।
আরও পড়ুন: চাঁদপুরে ১০ হাজার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঠালবাড়ী গ্রামের রিয়াজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়।
তিনি আরও জানান, তাকে জিজ্ঞাসাবাদের পর সে তার সহযোগীদের নাম-ঠিকানা বলে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর সহযোগী মো. ইসমাইল মিয়াকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আরও পড়ুন: চাঁদপুরে ৭টি স্বর্ণের বার জব্দ, আটক ২
ঠাকুরগাঁওয়ে ৩৭৫৫ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
সিলেটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মিলল যুবকের ঝুলন্ত লাশ
সিলেটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে আদিল আহমদ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মহানগরের পাঠানটুলার পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: বরিশালে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগী হত্যার অভিযোগ
মৃত আদিল আহমদ (২৯) সিলেটের ওসমানীনগর উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মসব্বিরের ছেলে। তিনি পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই নিরাময় কেন্দ্রের শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলানো আদিলের লাশ দেখতে পান মাদকাসক্তি কেন্দ্রের লোকজন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সাভারে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মাহফুজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ, ১৪ জন আটক
সিলেটে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, যুবক আটক
সিলেট নগরীর ছড়ারপার এলাকায় ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যুর অভিযেগ পাওয়া গেছে। এসময় ওই গৃহবধূর স্বামীকেও ছুরিকাঘাত করেন অভিযুক্ত।
রবিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ছড়ারপার এলাকার জাহাঙ্গীর মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১
নিহত জেসমিন বেগম (২৪) কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কাহেতেরটেকী গ্রামের আরিফ মিয়ার স্ত্রী।
তাদের পরিবার সিলেট নগরীর ছড়ারপার এলাকার জাহাঙ্গীর মিয়ার কলোনিতে থাকতেন।
অভিযুক্ত যুবক মো. শাহারুখ আহম্মেদ তারুল (২৪) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কলাহাটি গ্রামের মো. রাজা মিয়ার ছেলে। তিনি জেসমিনের স্বামী আরিফের খালাতো ভাই।
ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে শাহারুখকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহারুখ মিয়া মদকাসক্ত। তিনি আগে রিকশা চালাতেন। জাহাঙ্গীর মিয়ার কলোনিতে একটি ঘরে ভাড়া থাকেন। জেসমিনকে উত্যক্ত করতেন তিনি। এর প্রতিবাদ করতে গেলে জেসমিনের স্বামীকেও ছুরিকাঘাত করেন তারুল।
আহত আরিফ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে হত্যা: ২ ছিনতাইকারীর যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জে সবজি বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
সিলেটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট নগরীর একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে নগরীর পাঠানটুলার পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
মৃত আদিল আহমদ (২৯) সিলেটের ওসমানীনগর উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মসব্বিরের ছেলে।
আদিল পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন।
পুলিশ জানায়, নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের দেওয়া খবরের ভিত্তিতে ভোররাত ৪টার দিকে জালালাবাদ থানাপুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার। আদিল তার শোবার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশির মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মাদকাসক্তের পাশাপাশি তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে স্ত্রী ও দুই সন্তান হত্যায় একজনের মৃত্যুদণ্ড
সিলেটে নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার
জামালগঞ্জে ৩ সন্তান নিয়ে মায়ের বিষপান, ৩ জনের মৃত্যু
সুনামগঞ্জের জামালগঞ্জে স্বামীর উপর অভিমান করে ৩ সন্তানকে নিয়ে মা বিষপান করেছেন বলে জানা গেছে। এতে ৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল পরে সিলেট হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।
আরও পড়ুন: কুষ্টিয়ায় তরুণ-তরুণীর বিষপানে আত্মহত্যা
সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষপানে মারা যাওয়া তিন সন্তানের নাম সাকিবা বেগম (১৫), তামবির হোসেন (১৩) ও সাহেদ মিয়া (৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে শান্তিপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী যমুনা বেগম স্বামীর সঙ্গে অভিমান করে সন্তানদের নিয়ে বিষ পান করেন।
এতে তাদের ৩ সন্তানের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন মা যমুনা বেগম।
বিষয়টি নিশ্চিত করেছে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস।
আরও পড়ুন: চাঁদপুরে বিষপানে যুবকের আত্মহত্যা
সিলেটে বিষপানে নার্সিং কলেজ ছাত্রীর মৃত্যু
হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
হবিগঞ্জে বজ্রপাতে বাচ্চু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ছোট বহুলা গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ঝালকাঠিতে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের
স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যেই কৃষক বাচ্চু মিয়া গ্রামের পার্শ্ববর্তী মাঠ থেকে গরু আনতে যান। সেখানে বজ্রপাত হলে তিনি আহত হন।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।
এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বজ্রপাতে ৯ শিক্ষার্থী আহত
যশোরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
সিলেটে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের জকিগঞ্জে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের নোয়াগ্রামের যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদিন জকিগঞ্জ উপজেলার শাহজালালপুরের আব্দুল আজিজের ছেলে।
জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে নোয়াগ্রামের যাত্রী ছাউনির সামনে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জয়নাল আবেদিন। উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মফিদুল হক সজল। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত জয়নাল আবেদিনকে হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিলেটে বাসিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল, হবিগঞ্জ ছাত্রলীগ সভাপতিকে অপসারণ
এক তরুণীর সঙ্গে ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন বাপ্পীকে অপসারণ করা হয়েছে।
রবিবার(১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড এবং শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোশারফ হোসেনকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
প্রসঙ্গত, জেলা ছাত্রলীগ সভাপতি মোশারফ হোসেন বাপ্পীর সঙ্গে এক তরুণীর আপত্তিকর ভিডিও চ্যাট সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের নজরে পড়লে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে ভাইরাল হওয়া ভিডিওটি এডিট করা হয়েছে বলে দাবি করে বানিয়াচং থানায় জিডি করেছেন মোশারফ হোসেন বাপ্পী।